ডা.এম.এ.মান্নান, টাংগাইল জেলা প্রতিনিধি: খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের করাগারে বন্দী থাকায় সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করবেন দলটির যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসাইন।
সোমবার,৭ জুন ২০২১ খ্রি. রাতে অনুষ্ঠিত সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আমীরে মজলিস মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে সংগঠনের নায়েবে আমীর, যুগ্ম মহাসচিব, সম্পাদকবৃন্দ ও নির্বাহী পরিষদের সদস্যগণ সংযুক্ত ছিলেন।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)