পাড়া মহল্লায় চৌগাছা উপজেলা ছাত্রলীগের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

পাড়া-মহল্লায় ছাত্রলীগের মাস্ক বিতরণ চলছে
 
প্রতিনিধি,চৌগাছাঃ যশোরের চৌগাছায় উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে মাস্ক,হ্যান্ড স্যানিটাইজার  বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দিন ব্যাপী উপজেলার ফুলসারা  ইউনিয়ন এবং জগদীশপুর ইউনিয়নে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

করোনা মহামারী রোধে সারা দেশে চলছে কঠোর লকডাউন। লকডাউন কার্যকরে মাঠে রয়েছে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনছার সদস্য সহ সেচ্ছাসেবী বিভিন্ন সংগঠন। বাংলাদেশ আওয়ামীলীগ এবং  অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন কর্মসূচী নিয়ে সাধারণ মানুষের পাশে রয়েছে।

কঠোর লকডাউন চললেও সাধারণ মানুষ অসচেতন।  করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর পাল্লা ভারি হয়েই চলেছে। করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতা তৈরি এবং মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার  বিতরনের সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি ইব্রাহীম হোসাইন। তিনি বলেন, "করোনা মহামারী তে সারা বিশ্ব আজ বিপর্যস্ত। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা ভাইরাস প্রতিরোধে সারা দেশে বিভিন্ন  কর্মসূচী বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য দাদা এবং যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দীন কবির পিয়াস ভাই ও সাধারণ সম্পাদক তানজিব নওশাদ পল্লব ভাইয়ের নির্দেশনায় আমরা সবাই কে সচেতন করতে চেষ্টা করছি। আমাদের সার্বিক সহযোগিতায় আছেন যশোর -২ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অব. ডাঃ মোঃ নাসির উদ্দীন এবং উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান। আমরা চৌগাছা উপজেলা ছাত্রলীগ পরিবার সব সময় উপজেলাবাসীর পাশে আছি। তাদের যেকোনো সমষ্যায় তাদের পাশে দাড়াতে চেষ্টা করছি। আমাদের এই কার্যক্রম ধারাবাহিক ভাবে চলতে থাকবে। ছাত্রলীগ পরিবার দেশের যেকোন ক্রান্তিলগ্নে উদ্ধারকর্তার ভূমিকায় ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।"

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাস্টার সিরাজুল ইসলাম, ফুলসারা ইউপি সদস্য ও আওয়ামীলীগ নেতা আবুল কাশেম, চৌগাছা সদর ইউনিয়ন আহবায়ক এবং উপজেলা ছাত্রলীগের অন্যতম ছাত্রনেতা মোঃ আকরামুল ইসলাম, পৌর ছাত্রলীগ নেতা মিনহাজুর রহমান জিসাদ, চৌগাছা সদর ইউনিয়ন ছাত্রলীগের অন্যতম ছাত্রনেতা সাগর কুমার, আশানুর হোসেন, ফুলসারা ইউনিয়ন ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান,এসএম মাসুম, টনি সাব্বির, মিসান আহমেদ,শামিম হোসেন,জগদীশপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জনি হোসেন, আল আমিন হোসেন, সাগর হোসেন, জগদীশপুর ইউনিয়ন যুবলীগ নেতা শাহিন হোসেন প্রমুখ। 

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ