গঙ্গানন্দপুর ইউনিয়নের গৌরসূটি রাস্তার সোলিং করন কাজের উদ্বোধন

নিউজ ডেস্কঃ গঙ্গানন্দপুর ইউনিয়ন এর উন্নয়ন এমপি নাসির উদ্দিনের দুই নয়ন।গঙ্গানন্দপুর ইউনিয়নের গৌরসূটি রাস্তার সোলিং করণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ (৬ই জুলাই) মঙ্গলবার যশোর জেলার ঝিকরগাছা উপজেলার ১নং গঙ্গানন্দপুর  ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের গৌরসুটি বাজারের আজগর আলীর বাড়ি হতে জামালের বাড়ি পর্যন্ত দীর্ঘ দিনের মানুষের চলাচলের চরম কষ্টময় (২০০ মিটার) রাস্তাটি ইটের সোলিং করন  কাজের উদ্বোধন করলেন   (চৌগাছা- ঝিকরগাছা) আসনের মাননীয় জাতীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক ডাক্তার মোঃ নাসির উদ্দিনের পক্ষে এমপি প্রতিনিধি অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অত্র ওয়ার্ডের ইউপি সদস্য শরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা ইমরান হোসেন, রাজু হোসেন, আমজাদ হোসেন  সহ সর্ব স্তরের জনগন।       
যার প্রকল্প ব্যয় ৩, ১৭,৯০৭ টাকা। রাস্তাটি ইটের সোলিং করে দেওয়ায় ভুক্তভোগীরা অভূতপূর্ব খুশি হয়েছেন এবং এমপি মহোদয় কে কৃতজ্ঞতা  জ্ঞাপন করেছেন। 

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ