খন্দকার তরিকুল ইসলাম, যশোরঃ-
এবার কোরবানি ঈদকে সামনে রেখে বাবলু সরদার 'বাংলার বন্ধুর দাম হাঁকা হয়েছে ৭ লাখ টাকা। বাবলু সরদার যশোরের মনিরামপুর উপজেলার খর্দ্দ গাংড়া গ্রামের মৃত মির আলী সরদারের ছেলে। নিজ সন্তানের মতো পরম আদর-যত্নে বড় করে তুলেছেন অস্ট্রলিয়ান ফ্রিজিয়ান জাতের এই ষাড় 'বাংলার বন্ধু'। তীব্র গরম গভীর রাতে উঠে গোছল করানো হয়েছে। বিরাট আকৃতির জন্মানায় এই ষাড়টির নাম দেয়া হয়েছিলো 'বাংলার বন্ধু' নাম রাখেন বলে জানান বাবলু সরদার।
'বাংলার বন্ধুর' নামের ষাড়টির উচতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং লম্বায় সাড়ে ৭ ফুট। এটির ওজন ২৫ মন বা ১০০০ কজি হবে বলে বাবলু সরদার দাবি করেন। প্রতিদিন 'বাংলার বন্ধু'-এর খাদ্য তালিকায় ৩ কজি ভূসি, ২ কেজি ক্ষুধির ( চালের গুড়া) ভাত রান্না , প্রায় ১ মন সবুজ ঘাস এবং ১২ মুঠা বিচালি (খড়) থাকে। দিন সব মিলিয় ৫শ' থেকে ৬শ' টাকার খাবার খাই বাংলার বন্ধু।
আরো জানান, তীব্র গরমে গভীর রাত উঠে 'বাংলার বন্ধু'-টিকে কখনো ২ বার এবং দিন আরও ২ বার গোছল করানো হয়েছে। গোয়াল ঘর থেকে একজন ষাড়টিক বাইর বের করা যায় না বলে নাওয়া-খাওয়া, গোছল সবই গায়াল ঘর করানো হয়। কয়েক বছরর মধ্যে বহস্পতিবারই গোয়াল থেকে বাংলার বন্ধু বাইরে আনা হয়। খবর পয়ে বাবলু সরদারের প্রতিবেশিরা সেখানে ভীড় জমায়।
সরজমিন গেলে দেখা যায় এটি যন বড় হাতির মতোন। এসময় উপস্থিত বাবলুর প্রতিবেশিদের অনেকেই বলেন ষাড়টি হাতির মতোন।
আমাদের বাড়ির গাভীর ছিলো এ গাভি থেকে ২০১৮ সালের গাভীটি একটি এঁড়ে বাছুর প্রসব করে। যা আকতি বড় হওয়ায় ওই সময় নাম রাখা হয় 'বাংলার বন্ধু'। শুরু থেকেই তিনিও বাংলার বন্ধু লালন-পালন সহযোগিতা করেন পরিবারের সবাই । আসন্ন কুরবানি ঈদে এটি বিক্রি করার ইছা আছে।