একটি হারানো বিজ্ঞপ্তি। গত শনিবার বিকাল ৫ টা। গাজীর দরগাহ মাদ্রাসায় আসার পথে তালহা নামে ছেলেটি হারিয়ে গিয়েছে। তার গ্রামের বাসা ইউনিয়ন :- নাভারন, গ্রাম:-পাঁচ পোতা,থানা :- ঝিকরগাছা, জেলা:- যশোর। বয়স :- ১৩ বছর সংগঠনিক মান:- কর্মী।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি ছেলেটিকে দেখে থাকেন তাহলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। যোগাযোগ পিতা :-+8801926780239, প্রধান শিক্ষক:- +8801729629633