আকরাম হোসাইন মৌলভীবাজার জেলা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ০১/০৭/২০২১ তারিখ সরকার কর্তৃক আরোপিত নিষেধাজ্ঞা যথাযথভাবে বাস্তবায়ন নিশ্চিতকরণে সরকার ঘোষিত ১ জুলাই থেকে শুরু হওয়া চলমান কঠোর লকডাউনে জরুরি যানবাহন ছাড়া সকল প্রকারের যানবাহন বন্ধ ছিলো।খুলতে দেখা যায়নি দোকানপাট,বিপনি-বিতান।
মৌলভীবাজার জেলার সম্মানিত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসান স্যারের নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার, বড়লেখার নেতৃত্বে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি'র যৌথদল উপজেলার হাজিগঞ্জ বাজার, কাঠালতলী বাজার, রতুলী বাজার, আজিমগঞ্জ বাজার,কানোনগোবাজার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মাহাদী, সহকারী কমিশনার (ভূমি) বড়লেখা, সহকারী কমিশনার (ভূমি) জুড়ী ও অফিসার ইনচার্জ, বড়লেখা।