দূরে কুথাও চলে যাবো
খুজে আর পাবেনারে ,
আজ আছি বলে
বললে না অনেক কথা।
দূরে কুথাও চলে যাবো
মান অভীমান নিয়ে,
ফিরে আর আসবো না রে
তুর ঐ ভালনালাগা কথা বলতে।
না দেখার আকুলতা বুঝবি কত কষ্ট,
স্মৃতিতে জরাই শুধুই দুঃখ।
প্রেম বিরহে একা
শুধুই পেলাম ব্যাথা,
দূরে কুথাও চলে যাবো।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
