মোঃ ফিরোজ আহমেদ রাজশাহী ব্যুরোঃ নওগাঁর আত্রাইয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ী পতিসরে এই প্রথম মূল পর্ব পালন করা হচ্ছে। আগামীকাল ২৫বৈশাখ (৮মে) কবির ১৬২ তম জন্মবার্ষিকী জমকালোভাবে উদ্বোধনের লক্ষ্যে কাচারি বাড়ী সংলগ্ন দেবেন্দ্র মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। জাতীয় ভাবে তিনদিন ব্যাপী আলোচনা ও সাংস্কিৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হচ্ছে কবির জন্মবার্ষিকী।তাই কবির কাচারি বাড়ী, দেবেন্দ্র মঞ্চ, খেয়াঘাট,তালগাছের স্থান, রবীন্দ্র সাহিত্য পরিষদ, রবীন্দ্র যাদুঘর, রবীন্দ্র স্মৃতি বিনোদন পার্কসহ চারপাশে ঝেরে মুছে রং তুলির আঁচরে দেয়া হয়েছে নতুন রুপ।
কবিগুরুর ১৬২তম জন্মবার্ষিকী জমকালো উদ্বোধনের জন্য প্রস্তুত দেবেন্দ্র মঞ্চ
মোঃ ফিরোজ আহমেদ রাজশাহী ব্যুরোঃ নওগাঁর আত্রাইয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ী পতিসরে এই প্রথম মূল পর্ব পালন করা হচ্ছে। আগামীকাল ২৫বৈশাখ (৮মে) কবির ১৬২ তম জন্মবার্ষিকী জমকালোভাবে উদ্বোধনের লক্ষ্যে কাচারি বাড়ী সংলগ্ন দেবেন্দ্র মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। জাতীয় ভাবে তিনদিন ব্যাপী আলোচনা ও সাংস্কিৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপন করা হচ্ছে কবির জন্মবার্ষিকী।তাই কবির কাচারি বাড়ী, দেবেন্দ্র মঞ্চ, খেয়াঘাট,তালগাছের স্থান, রবীন্দ্র সাহিত্য পরিষদ, রবীন্দ্র যাদুঘর, রবীন্দ্র স্মৃতি বিনোদন পার্কসহ চারপাশে ঝেরে মুছে রং তুলির আঁচরে দেয়া হয়েছে নতুন রুপ।
