নওগাঁর মহিষবাতানে নেসডো সাখার সমিতি পরিদর্শন
মোঃ ফিরোজ আহমেদ, রাজশাহী ব্যুরোঃ নওগাঁর মহিষবাতানে নেসডো সাখার সমিতি পরিদর্শন করেন৷ নওগাঁ জেলা মহাদেবপুর উপজেলার মহিষবাতনের নেসডো সাখার সমিতি আজ ২ মে ২০২৩ বুধবার সকাল ১০ ঘটিকায় মহিষবাতনের সেনডো সাখার অফিস ও মাঠ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে৷ উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে পরিদর্শন করেন সেনডো অফিস অডিট অফিসার মোঃ সৈকত রহমান, মোঃ আনোয়ার হোসেন ,আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক ব্যাবস্হাপক মোঃ গোলাম রাব্বানী৷অফিস ও জনসাধারণের মাঝে উন্নয়ন মূলক বক্তব্য রাখেন ও জনসাধারণের কাছ থেকে তাহাদের কথা গুলো মনোযোগ সহকারে শুনেন নেসডো অডিট পরিদর্শক অফিসার মোঃ সৈকত রহমান ৷
এই ক্যাটাগরির আরো সংবাদ
- সরাসরি মন্তব্য
- ফেইসবুকে মন্তব্য
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)