উক্ত স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবঃ ডাক্তার অধ্যাপক মোঃ নাসির উদ্দিন।আগামী ১৭ই মে বিকাল ৪ ঘটিকার সময় স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা সফল করার লক্ষ্যে সকল ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলালীগ, তাঁতীলীগ, সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরকে বিশেষভাবে অনুরোধ করা হইল।
প্রাক আলোচনা সভায় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ মোস্তাফিজুর রহমান মুসা, উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল কাদের আজাদ, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক শেখ নাসিমুল হাবিব শিপার, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা মোর্তজা রেজা মনি, যশোর জেলা যুবলীগের সহ সভাপতি আজাহার আলী, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক সেলিমুল হক সালাম, ঝিকরগাছা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, ঝিকরগাছা উপজেলা যুবলীগ আহবায়ক কমিটির সদস্য আবু জাফর মনি, আব্দুল জব্বার, ঝিকরগাছা পৌরসভার কাউন্সিলর ও পৌর যুবলীগের আহবায়ক একরামুল হক খোকন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি ইমামুল হাসান সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ ইমরান রশিদ, ঝিকরগাছা পৌরসভার কাউন্সিলর ও পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক সাজ্জাতুল জামান রনি, যুগ্ম-আহবায়ক ইকরামুল করিম সৈকত, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ঝিকরগাছা উপজেলা শাখার সভাপতি বশির উদ্দিন বাবলু, সাধারণ সম্পাদক শামীম হোসেন, ঝিকরগাছা পৌর ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম বাপ্পি, উপজেলা ছাত্রলীগ নেতা আকিব হোসাইন, ঝিকরগাছা উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি নাসির উদ্দিন, সহ-সভাপতি ফরহাদ হাসান, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ ঘোষ, উপজেলা ছাত্রলীগ নেতা দীপু, রবিন হোসেন, দেলোয়ার প্রমুখ।
