সহকারী শিক্ষক সহ সকল চাকুরী পরীক্ষার জন্য (পর্ব-২)


১. বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়?-৩রা ডিসেম্বর, ১৯৫৫ সাল

২. বাংলা একাডেমির প্রথম পরিচালক কে? -মুহাম্মদ এনামুল হক
৩. বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে?-ড. মাযহারুল ইসলাম
৪.আফগানিস্তানের শেষ বাদশা কে ছিলেন? -বাদশা মোহাম্মদ জহির শাহ(১৯৩৩-১৯৭৩)
৫. হাজার হৃদের দেশ কোনটি?-ফিনল্যান্ড
৬. বাংলাদেশের আপিল বিভাগের মোট বিচারক কত জন?-১১ জন
৭. কবি গানের প্রথম কবি কে? -গোঁজলা গুই
৮. বাংলাদেশের শেয়ার বাজার কোন সংস্থা নিয়ন্ত্রণ করে?-সিকিউরিটিজ এক্সেচেঞ্জ
কমিশন
৯. সুশাসন শব্দটি  সর্বপ্রথম কোন সংস্থা সুস্পষ্ট ভাবে ব্যাখ্যা  করে?-বিশ্বব্যাংক
১০.1+2+3+5+............+(2x-1)=কত?-x2
১১. ০.৪×০.০২ ×০.০৮=কত?-০.০০০৮৪
১২. Telephone:Cable::Radio:?  -Wireless
ব্যাখ্যা: Telephone এর জন্য দরকার ক্যাবল বা তার। আর Radioবা বেতার এর জন্য তারের প্রয়োজন পড়ে না। তাই উত্তর হবে Wireless
১৩.Ode কী?- কোরাসগন
১৪. আসাদের শার্ট কবিতার লেখক কে? -শামসুর রাহমান
১৫. A rolling stone gathers no moss" The complex form of the sentence? -
A stone that rolls gathers no moss
১৬. Who planted this tree here? বাক্যটির passive রুপ কি? -
By whom the tree was planted here?
১৭. Education is enlighting.Here enlighting is-A participle
ব্যাখ্যা: কোন verb এর সাথে ing যুক্ত হয়ে যদি তা Adjective ও  verb   এর  মতো কাজ করে তখন তা participle হিসেবে গন্য হয়। আর যদি সেটা verb  এবং noun এর মতো কাজ করে তাহলে তা gerund হিসেবে গন্য হয়।
১৮. "Gerontion "is a poem by-T.S.Eliot.
১৯. বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ দেন কে?-রাষ্ট্রপতি
২০.ফলকেটিং( Folketing) কোন দেশের আইন সভা?-ডেনমার্ক
(চলবে)


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ