পটিয়া নিশান কাপ ফুটবলের ফাইনালে ওয়াহেদুর পাড়া ও ফকির পাড়া

সেলিম চৌধুরী,পটিয়া চট্টগ্রাম:-পটিয়া চক্রশালা যুব নিশান ক্লাব আয়োজিত চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নিশান কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উত্তীর্ণ হয়েছে ওয়াহেদুর পাড়া ফুটবল একাদশ ও ফকির পাড়া শাহ বদর স্পোর্টিং ক্লাব। গত ১০ জুন অনুষ্ঠিত ১ম সেমিফাইনালে চন্দনাইশ উপজেলা ফুটবল একাডেমিকে ৩-০ গোলে পরাজিত করে ওয়াহেদুর পাড়া ফুটবল একাদশ ফাইনালে উত্তীর্ণ হয়। বিজয়ী দলের নিশাত ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। গত ১২ জুন ২য় সেমিফাইনালে মোহামেডান স্পোর্টিং ক্লাব কে টাইব্রেকারে ৩-০ গোলে পরাজিত করে ফকির পাড়া শাহ বদর স্পোর্টিং ক্লাব ফাইনালে উত্তীর্ণ হয়। বিজয়ী দলের নোমান ম্যান অব দ্যা নির্বাচিত হয়। খেলা শেষে ম্যান অব দ্যা ম্যাচ ট্রফি বিতরণ করেন মহানগর পিপি এডভোকেট মোঃ আবদুর রশীদ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ