মোঃ এরশাদ হোসেন রনি,মোংলা আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে শনিবার (২৪ জুন) বিকালে মোংলায় সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাটের উদ্বোধন করা হয়। মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ'লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান ফিতা কেটে পৌরসভার পিছনে অস্থায়ী এ পশুর হাটের উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র শেখ আঃ রহমান বলেন, এই পশুর হাট একটি ঐতিহ্যবাহী হাট। এ কোরবানির হাটে প্রচুর পশুর ক্রয়-বিক্রয় করা হয়। এখান থেকে যে রাজস্ব আদায় হয় তার সুফল ভোগকরে পৌরবাসী। তাই হাট পরিচালনার সাথে সংশ্লিষ্ট সবাইকে হাসিল আদায়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। এই হাটে আসা ক্রয়-বিক্রয়কারী যেন অযথা হয়রানির শিকার না হয় সেদিকে নজর দিতে সংশ্লিষ্টদের নিদের্শনা দেন তিনি। এই হাটে গত বছরের তুলনায় এবছর বেশি পশু বিক্রি হবে এবং বেশি হাসিল আদায় হবে বলে মেয়র আশা করেন।আজ থেকে ঈদুল আযহার ঈদের দিন পর্যন্ত এখানে কোরবানীর পশু বেচা-কেনা চলবে।এসময় মৎস্য বাজার সমিতির সভাপতি মো. আফজাল ফরাজী, কাউন্সিলর মো.শরিফুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।