মোঃ সবুজ মিয়া, বগুড়া: জাতীয় শিক্ষা সপ্তাহে উচ্চাঙ্গ সংগীত ক্যাটাগরির ক বিভাগে দেশসেরা হয়েছে বগুড়ার আজমাইন আরহাম প্রান্ত। প্রান্ত শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের কলতাপাড়া গ্রামের চাকুরীজীবী রফিকুল ইসলাম ও গৃহিণী আফরোজা খাতুনের ছেলে। সে বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবঃ স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্র।মঙ্গলবার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উচ্চাঙ্গ সংগীতের ক বিভাগের প্রতিযোগিতায় প্রান্ত রাজশাহী বিভাগের প্রতিনিধিত্ব করে। এতে সে দেশ সেরার গৌরব অর্জন করে।৩য় শ্রেণিতে অধ্যয়নের সময় থেকেই প্রান্ত উচ্চাঙ্গ সংগীত শেখা শুরু করে। এখন সে শেরপুরের আব্দুল আলীম এবং রোজিনা আলীমের কাছে সুর সারগাম সংগীত বিদ্যালয়ে তালিম নিচ্ছে। আজমাইন আরহাম প্রান্ত বলে,'গানের সবচেয়ে উচ্চ পর্যায়ের মাধ্যম হলো উচ্চাঙ্গ সংগীত। এটি শিখলে অন্য গান গাওয়া অনেক সহজ হয়ে যায়। তাই ছোটবেলা থেকেই উচ্চাঙ্গ সংগীতের উপর ভাল লাগা তৈরী হয়। পড়াশোনার পাশাপাশি গানকে সাথে নিয়েই এগোতে চাই।'বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবঃ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মো: শফিকুর রশিদ বলেন, 'প্রান্ত আমাদের প্রতিষ্ঠান তথা পুরো রাজশাহী বিভাগের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। আমরা তার এ অর্জনে গর্বিত।