আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত

আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ,রাজশাহী ব্যুরোঃ নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল অনুর্ধ ১৭ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার( ১৬ জুন) বিকালে উপজেলা পরিষদ মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল।

উক্ত খেলায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম। ফাইনাল খেলায় ভোঁপাড়া ও আহসানগঞ্জ ইউনিয়ন অংশ নিয়ে আহসানগঞ্জ ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী, রানার্সআপ, সেরা খেলোয়ার ও খেলা পরিচালনাকারীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলেদেন।খেলায় অন্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, ওসি তারেকুর রহমান সরকার, ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন মন্ডল, এস এম মঞ্জুরুল আলম, নাজমুল হক নাদিম, উপজেলা আ'লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সম্পাদক আক্কাছ আলী, উপজেলা ক্রীড়া সম্পাদক আবুল হাসান, স্কাউটস সম্পাদক ছালেক উদ্দিন, ক্রীড়া শিক্ষক সাংবাদিক রুহুল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ