বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ লালমনিরহাট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবীর, মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল মান্নান।মাদ্রাসার একাডেমি ভবনের ৪র্থ তলা উদ্বোধনে মন্ত্রী তাঁর বক্তব্যে নৌকা মার্কায় ভোট চেয়ে স্বাধীনতার মূল্যবোধকে জাগ্রত করতে ভোটমারীর জনগনের উদ্দেশ্যে বলেন আগামীতে নৌকা মার্কায় এই এলাকা থেকে ১০০ ভাগ ভোট চাই। এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চান তাদের কাছে।
কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জহির ইমাম বলেন এ পর্যন্ত কালীগঞ্জ উপজেলায় ১৬টি মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানে নতুন একাডেমিক ভবনে কার্যক্রম শুরু হলো। আরো ১৩ টি প্রতিষ্ঠানে ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণের কাজ সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার গুণগত মান আরো উন্নত হবে বলে আশা করা হচ্ছে। শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে ভালো শিক্ষকের যেমন প্রয়োজন আছে তেমনি প্রয়োজন রয়েছে পর্যাপ্ত ক্লাসরুমের একাডেমিক ভবন ও সকল শিক্ষা উপকরণের সুবিধা। আশা করছি চারতলা বিশিষ্ট এই একাডেমিক ভবন মাদ্রাসাটির শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখবে। এসময় ভূল্লারহাট আশরাফিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের উপস্থিতি শিক্ষক, অভিভাবকদের উপচে পড়া ভীর ছিলো পুরো মাঠজুড়ে।