শরৎ এলো-মোঃসুজন মাহামুদ খান


শরৎ এলো

বর্ষা শেষে সাদা মেঘের ভেলায় ভেসে,

সেই দেখে খোকা খুকু দিচ্ছে  হেসে।

শরৎকালে খালে বিলে

নৌকা চালায় মাঝি আনন্দ মনে,

বিলে ঝিলে শাপলা ফোটে

এই শরৎকালে ।

শরৎ এলে মা দুর্গা যে আসে

ঠাকুরদি সেই দেখে দেখে হাসে, 

ঢাকের তালে তালে    

দুর্গা মায়ের আরাধনা যে আসে

এই শরৎ কালে।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ