শরৎ এলো
বর্ষা শেষে সাদা মেঘের ভেলায় ভেসে,
সেই দেখে খোকা খুকু দিচ্ছে হেসে।
শরৎকালে খালে বিলে
নৌকা চালায় মাঝি আনন্দ মনে,
বিলে ঝিলে শাপলা ফোটে
এই শরৎকালে ।
শরৎ এলে মা দুর্গা যে আসে
ঠাকুরদি সেই দেখে দেখে হাসে,
ঢাকের তালে তালে
দুর্গা মায়ের আরাধনা যে আসে
এই শরৎ কালে।
