এলাকাবাসীর অভিযোগ পটিয়ায় মিথ্যা মুক্তিযোদ্ধা পরিচয়ে লোকজনকে হয়রানি


পটিয়া  (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের  পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখাইন বড়ুয়া পাড়া এলাকায় সুজিত কুমার বড়ুয়া  নামের এক ব্যক্তি মিথ্যা মুক্তিযোদ্ধা পরিচয়ে এলাকার লোকজনকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। গতকাল (শুক্রবার) সকালে এলাকার ধিক্ষুদ্ব লোকজন স্থানীয় মিডিয়ার লোকজনের কাছে এ অভিযোগ করেন। স্থানীয় লোকজন জানান, সুজিত কুমার বড়ুয়াকে  মুক্তিযোদ্ধা না হয়েও সে মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে জায়গা জমি নিয়ে লোকজনের বিরুদ্ধে মামলা-মোকদ্দমা দায়ের করে হয়রানি করে আসছে। এলাকার ধীমান বড়ুয়া জানান, সুজিত কুমার বড়ুয়া কোন মুক্তিযোদ্ধা নয়। একটি ভূয়া সনদ দেখিয়ে লোকজনকে হয়রানি করছে। দিবাকর বড়ুয়া জানান, তাদের একটি পুকুর ৫ বছরের জন্য সুজিত কুমার বড়ুয়ার কাছে লাগিয়ত করা হয়। তিনি পুকুরের কোনো সংস্কার করতে না পারায় মেয়াদ শেষে তিনি পুকুর ছেড়ে দিলে পুকুর সংস্কার ও খনন করে একটি ঘাট স্থাপনের জন্য গত ২৪ আগষ্ট জঙ্গলখাইন ইউপির ৫নং ওয়ার্ড সদস্য ও যুবলীগ নেতা মোহাম্মদ আবুল হাসানের নিকট লাগিয়ত করা হয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে আবুল হাসানকে হয়রানি করার উদ্দেশ্যে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে। পুকুরের ১৬ আনা অংশের মধ্যে সুজিত কুমার বড়ুয়া ১ আনা অংশের অংশীদার। অন্য ১৫ আনা অংশের ৯ জন অংশীদার পুকুর লাগিয়ত চুক্তিপত্রে স্বাক্ষর করেন। কিন্তু সুজিত বড়ুয়া সামাজিক কারো কথা মানছে না। তারা তিন ভাই চুক্তিপত্রে স্বাক্ষর করেনি। স্থানীয় সংবাদ কর্মীদের তথ্য দেওয়ার সময় এলাকার অর্ধশতাধিক লোক উপস্থিত ছিল। এ ব্যাপারে সুজিত কুমার বড়ুয়া থেকে জানতে চাইলে তিনি বলেন, আমি কাউকে হয়রানি করিনি। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে আমি সনদপত্র নিয়েছি। তবে মুক্তিযোদ্ধা ভাতা পাইনা। কেন ভাতা পান না জানতে চাইলে তিনি জানান সংশ্লিষ্ট দপ্তরের লোকজনকে ঘুষের টাকা না দেওয়ায় তার ভাতার অনুমোদন দেয়নি বলে জানিয়েছেন। 


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ