সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে জাতীয় দৈনিক ঢাকা পত্রিকার ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ১৯ অক্টোবর ২০২৩ইং তারিখে, বৃহস্পতিবার সন্ধ্যায় ৭টায় সিরাজগঞ্জের W.F হোটেলে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।প্রতিষ্ঠাবার্ষিকীতে সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম দুলাল উদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে ও দৈনিক ঢাকা’র সিরাজগঞ্জ প্রতিনিধি মাসুদ রানা বাচ্চু’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ আসনের নৌকা প্রতিকে মনোনয়ন প্রত্যশালী ড. জান্নাত আরা তালুকদার হেনরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক দফতর সম্পাদক জহুরুল ইসলাম, সিরাজগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এএইচ মোকাদ্দেস, দৈনিক দৈনিক আমাদের বাংলা পত্রিকার সিরাজগঞ্জ ব্যুরো চীফ শেখ মো: এনামুল হক প্রমুখ।প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএ টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি রহমত আলী, দীপ্ত টিভির সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজুল ইসলাম শিশির, সারাবাংলা পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি রানা আহম্মেদ, দৈনিক বর্তমান পত্রিকার সিরাজগঞ্জ প্রতিনিধি শাহীন সেখ, সাংবাদিক সাথী সুলতানা সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ। আলোচনা সভা শেষে কেক কর্তন করা হয়।
