![]() |
| শারমিন ফাতেমা |
শাহ আলম জাহাঙ্গীর, কুমিল্লা ব্যুরো চিফঃ দ্বিতীয় বারের মতো বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন কুমিল্লার মুরাদনগরের শারমিন ফাতেমা। তিনি উপজেলার দিলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও মুরাদনগর স্কাউটসের প্রতিষ্ঠাতা সম্পাদক।
শারমিন মুরাদনগর ডি.আর.সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মরহুম বদির উদ্দিন আহাম্মদের মেয়ে।বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের কার্যালয় থেকে এক পত্রের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিতদের নাম নিশ্চিত করা হয়েছে। করোনা কালে সংসদ টেলিভিশনে প্রাথমিকের ক্লাস নিয়ে প্রশংসিত হয়েছেন শিক্ষক শারমিন ফাতেমা। এর আগে তিনি ২০১৭ সালে মুরাদনগর উপজেলায় কাব-স্কাউট ক্যাটাগরিতে প্রথম হয়ে জেলায় হয়েছেন শ্রেষ্ঠ এবং ২০১৮ সালে চট্টগ্রাম বিভাগে হয়েছেন শ্রেষ্ঠ। এছাড়াও ২০১৯ সালে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ হয়েছিলেন তিনি।
শারমিন ফাতেমা তার প্রতিক্রিয়ায় বলেন, ‘শুকরিয়া জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আমাকে চট্টগ্রাম বিভাগের ‘শ্রেষ্ঠ কাব শিক্ষক’ হিসেবে সম্মানিত করেছেন। যাদের সার্বিক সহযোগিতা,অনুপ্রেরণা ও ভালবাসায় আমি এ পর্যায়ে এসেছি তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের প্রত্যাশায় সকলের দোয়া কামনা করছি।
