স্টাফ রিপোর্টার, কুমিল্লাঃ কুমিল্লার মুরাদনগরে শারদীয় দুর্গা পূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) পংকজ বড়ুয়া।শুক্রবার দিবাগত রাতে উপজেলার ১৪৯টি দুর্গা পূজা মন্ডপের মধ্যে মুরাদনগর উপজেলা সদর, নবীপুর পশ্চিম ও নবীপুর পূর্ব ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলাউদ্দীন ভূঞা জনী, জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফরিদুল ইসলাম।
পরিদর্শন কালে অতিরিক্ত জেলা প্রশাসক পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থার খোঁজখবর নেয়া সহ নিরাপত্তা কর্মীদের বিভিন্ন প্রকার নির্দেশনা প্রদান করেন।