সাটুরিয়া, মানিকগঞ্জ,বাংলাদেশ।
বাংলাদেশে জন্ম তাহার, মধুমতির বার্কে।
সারা বাংলার গাছে গাছে, নানান পাখি ডাকে।
বাঙ্গালীরা বাংলাদেশে, করছি বসবাস।
বাংলা মায়ের ফুলে আছে,কত যে সুবাস।
বাংলা ছিল পরাধীন, ছিলনা যে সুখ।
খোকার ডাকে বাঙ্গালীরা পেতে দিল বুক।
একাওরে স্বাধীন করে, বাঙ্গালীরা কয়।
জয় বাংলা, জয় বাংলা ,বাংলার জয়।
টুঙ্গিপাড়ার খোকার ডাকে স্বাধীনতা হয়।
বাংলাদেশটি বিশ্বের মাঝে সর্বলোকেই কয়।