মিরসরাই প্রতিনিধি: উত্তর চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের ২য় বারের ইফতার মাহফিল আয়োজন সফল করার জন্য উপ-কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) বিকালে কলেজ মাঠে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠিত হয়। কমিটিতে আগামি ২৮রমজান (৮এপ্রিল সোমবার) 'প্রাক্তন শিক্ষার্থী পরিষদ-প্রকাচৌক'র ইফতার মাহফিল ও পুনর্মিলনী সভা সফল করতে ২০০৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী রায়হান হামিদ রকি আহবাহক ও প্রাক্তন শিক্ষার্থী ২০১৪ ব্যাচের হাসান রিজভীকে যুগ্ম আহবায়ক করা হয়।
কমিটিতে অন্যান্য সদস্যবৃন্দ হলেন- প্রচার ও প্রচারনা সম্পাদক:রূপম ইসলাম (২০১৭), আফজাল খান তুহিন (২০১৯), আমিনুর রসুল ফাহাদ (২০২১)।অর্থ উপ-কমিটি: মাস্টার জিয়াউল হক (২০০৫), মেসবাহ উদ্দিন (২০০৭), হৃদয় নাথ প্রান্ত (২০১৯)। অনুষ্ঠান উপ-কমিটি: ইমাম হোসেন (২০১৩), নাজমুল হক রাজু (২০১২), সাজ্জাতুল ইসলাম হৃদয় (২০১৮)। পরিবেশন উপ-কমিটি: সাকিবুল ইসলাম (২০১৮), ফরিদুল ইসলাম (২০১৪)। শৃংখলা উপ-কমিটি: আহম্মদ রুস্তি ফয়সাল (২০০৭), এনায়েত উল্যাহ (২০০৬), আবু নাঈম দূর্লভ (২০০৬), রিয়াদ হোসেন রনি (২০১৬)। অভ্যর্থনা উপ-কমিটি: ইসতিয়াক চৌধুরী ইমু (২০১৯), মো. মেশকাত (২০১৯), আইমান হাসান (২০২১)। অনুষ্ঠান পরিচালনা উপ-কমিটি: এমদাদ হোসেন রিগ্যান (২০১৩), ডাঃ ইয়াকুব নবী।
সভার সঞ্চালক শহিদুল ইসলাম রয়েল বলেন- এলাকায় উপস্থিতি, কার্যক্রমে সক্রিয়তার উপর ভিত্তি করে সকলের মতামতের ভিত্তিতে উক্ত কমিটি গঠন করা হয়েছে।সকল ব্যাচকে সমান মূল্যায়ন ও সুযোগ দানের জন্য প্রতিবছরের অনুষ্ঠানে নতুন মুখগুলোকে দেখা যাবে।এসময় ২০০৩, ২০০৪, ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২১ সহ মোট ১৪টি ব্যাচের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।