প্রকাচৌক'র প্রাক্তন শিক্ষার্থী পরিষদের ইফতার মাহফিল ও পুনর্মিলনী-২৪'র উপ-কমিটি গঠিত

মিরসরাই প্রতিনিধি: উত্তর চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের ২য় বারের ইফতার মাহফিল আয়োজন সফল করার জন্য উপ-কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) বিকালে কলেজ মাঠে কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় এই কমিটি গঠিত হয়। কমিটিতে আগামি ২৮রমজান (৮এপ্রিল সোমবার) 'প্রাক্তন শিক্ষার্থী পরিষদ-প্রকাচৌক'র ইফতার মাহফিল ও পুনর্মিলনী সভা সফল করতে ২০০৮ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী রায়হান হামিদ রকি আহবাহক ও প্রাক্তন শিক্ষার্থী ২০১৪ ব্যাচের হাসান রিজভীকে যুগ্ম আহবায়ক করা হয়।

কমিটিতে অন্যান্য সদস্যবৃন্দ হলেন- প্রচার ও প্রচারনা সম্পাদক:রূপম ইসলাম (২০১৭), আফজাল খান তুহিন (২০১৯), আমিনুর রসুল ফাহাদ (২০২১)।অর্থ উপ-কমিটি: মাস্টার জিয়াউল হক (২০০৫), মেসবাহ উদ্দিন (২০০৭), হৃদয় নাথ প্রান্ত (২০১৯)। অনুষ্ঠান উপ-কমিটি: ইমাম হোসেন (২০১৩), নাজমুল হক রাজু (২০১২), সাজ্জাতুল ইসলাম হৃদয় (২০১৮)। পরিবেশন উপ-কমিটি: সাকিবুল ইসলাম (২০১৮), ফরিদুল ইসলাম (২০১৪)। শৃংখলা উপ-কমিটি: আহম্মদ রুস্তি ফয়সাল (২০০৭), এনায়েত উল্যাহ (২০০৬), আবু নাঈম দূর্লভ (২০০৬), রিয়াদ হোসেন রনি (২০১৬)। অভ্যর্থনা উপ-কমিটি: ইসতিয়াক চৌধুরী ইমু (২০১৯), মো. মেশকাত (২০১৯), আইমান হাসান (২০২১)। অনুষ্ঠান পরিচালনা উপ-কমিটি: এমদাদ হোসেন রিগ্যান (২০১৩), ডাঃ ইয়াকুব নবী।

সভার সঞ্চালক শহিদুল ইসলাম রয়েল বলেন- এলাকায় উপস্থিতি, কার্যক্রমে সক্রিয়তার উপর ভিত্তি করে সকলের মতামতের ভিত্তিতে উক্ত কমিটি গঠন করা হয়েছে।সকল ব্যাচকে সমান মূল্যায়ন ও সুযোগ দানের জন্য প্রতিবছরের অনুষ্ঠানে নতুন মুখগুলোকে দেখা যাবে।এসময় ২০০৩, ২০০৪, ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২১ সহ মোট ১৪টি ব্যাচের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ