প্রধান অতিথির বক্তব্য তিনি আরো বলেন, নিয়ম অনুযায়ী ইউনিয়ন কমিটির আমির ও সেক্রেটারি সাধারণত রুকনদের ভোটের মাধ্যমে নির্বাচন করা হয়ে থাকে, কিন্তু সৈয়দপুরে নূন্যতম রুকন না থাকায় নিয়ম অনুযায়ী শূরা সদস্যদের মাধ্যমে আমির ও সেক্রেটারি নির্বাচন করা হয়েছে। আর বাকী সদস্যদের পরামর্শের ভিত্তিতে নির্বাচন করা হয়েছে। দায়িত্বশীলদের ইনসাফ ,ন্যায়, সাম্য ও মানবিক সমাজ বিনির্মানে সর্বোচ্চ ভূমিকা রেখে দায়িত্ব পালন করার অনুরোধ করেন উপজেলা আমির।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর দৌলতখান উপজেলাধীন সৈয়দপুর ইউনিয়ন শাখার ২০২৫-২৬ইং সেশনের দায়িত্বশীলবৃন্দ হলেন,
১। আমির, জনাব মাওলানা শহিদুল ইসলাম।
২। সেক্রেটারি জনাব মাওঃ আবু তাহের
৩। বাইতুল মাল সম্পাদকঃ হাসনাইন শাহরুপ
৪। যুব ও সংস্কৃতি বিভাগঃ মোঃ আওলাদ হোসেন
৫। অফিস পাঠাগার বিভাগঃ মাওলানা হান্নান
৬। ওলামা বিভাগঃ মাওঃ হাফিজুর রহমান
৭। শ্রমিক বিভাগঃ মোঃ কামারুজ্জামান।
৮। তালিমুল কুরআন ও মসজিদ বিভাগঃ মাওঃ আহসান উল্লাহ্
৯। মানব সম্পদ ও সমাজ কল্যাণ বিভাগঃ বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান হাসান মাস্টার।