যশোরে ঈদ মেলায় ফুচকা খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় জড়িত ফুচকা দোকানি গ্ৰেফতার


আব্দুল জব্বার, যশোর জেলা প্রতিনিধি।পবিত্র ঈদুল ফিতর কে কেন্দ্র করে অভয়নগর দেয়াপাড়া গ্ৰামের স্কুল মাঠে বিকাল হতে মেলা অনুষ্ঠিত হয়। উক্ত মেলায় ভৈরব নদীর পূর্ব পাড়ে মনির হোসেন নামের এক ব্যক্তি মেহেদীর ইন্ডিয়ান পানিপুরি ও ভোজপুরি ফুচকা নামের একটি অস্থায়ী দোকান দেয় এবং মেলায় আগত বিভিন্ন বয়সের দর্শনার্থী তার দোকান থেকে ফুচকা খায়। পরবর্তীতে তার দোকানের ফুচকা খেয়ে পেট ব্যথা, বমি ও পাতলা পায়খানাসহ বিভিন্ন উপসর্গ নিয়ে অসুস্থ অবস্থায় রাত থেকে পরের দিন পর্যন্ত বিপুল সংখ্যক মানুষ স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। 

বিষয়টি সোস্যাল মিডিয়ায় প্রচার ও চাঞ্চল্যকর হওয়ায় জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় অভয়নগর থানার অফিসার ইনচার্জকে ঘটনার সাথে জড়িত ফুচকা দোকানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করলে অফিসার ইনচার্জের নেতৃত্বে এস আই মিহির মন্ডল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে একটি টিম ০২/০৪/২০২৫ ইং রাত ১৯.৩৫ সময় ফুচকা দোকানি মোঃ মনির হোসেন(২৫),কে তার নিজ বাড়ি মনিরামপুর থানার ঢাকুরিয়া গ্ৰাম থেকে গ্ৰেফতার করেছে। এসংক্রান্তে তানজিম হোসাইন নামের একজন ভুক্তভোগী তার বিরুদ্ধে এজাহার দায়ের করলে অভয়নগর থানার মামলা নং-৩, তাং-০২/০৪/২০২৫ ইং, ধারা-২৭২/২৭৩/৩৩৬ The Penal Code, ১৮৬০; তৎসহ ৫৮(১৬) এর ৩৫, ৫৮(২০) এর ৩৯ এবং ৫৮(২৩) এর ৪২ নিরাপদ খাদ্য আইন, ২০১৩ রুজু হয়।গ্ৰেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।আসামির নাম ও ঠিকানাঃ মোঃ মনির হোসেন, পিতা-আব্দুল লতিফ @ মিন্টু, সাং-ঢাকুরিয়া (উত্তরপাড়া), থানা-মনিরামপুর, জেলা-যশোর।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ