মোহনগঞ্জের মেয়ে ফাইরুজ উপস্থিত বক্তৃতায় জাতীয় পর্যায়ে তৃতীয়

পুরষ্কার গ্রহণ করছে ফাইরুজ
মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিরপুর ঢাকায় উপস্থিত বক্তৃতায় জাতীয় পর্যায়ে নেত্রকোনার মোহনগঞ্জের মেয়ে আরোয়া ফাইরুজ তৃতীয় স্থান অধিকার করেছে ।গতকাল রোববার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আতিকুর রহমান তাকে পুরস্কার বিতরণ করেন। সে মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। তার শ্রেণীর রোল – ৩ । এর আগে ২০২২ সালে জেলা পর্যায়ে কেরাত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান ও ২০২৫ সালের শিক্ষা পদক প্রতিযোগিতায় ইংরেজি বিষয়ক কুইজ উপজেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করে ।

তার পিতা পালেহা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক শাহজাহান আলম বিপ্লব, মাতা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষিকা ও বেগম। মাতা নুরুন্নাহার বেগম ২০২৪ সালে জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়ে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে ।তার পিতা সহকারী শিক্ষক শাহজাহান আলম বিপ্লব তার মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন । তিনি আরো বলেছেন সবার দোয়া ও ভালবাসায় তার মেয়ে আজ জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে তৃতীয় স্থান অধিকার করেছে উপস্থিত বক্তৃতায় ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ