মোহনগঞ্জে বিএনপির সভাপতি সেলিম ও সম্পাদক এরশাদ নির্বাচিত


মোহনগঞ্জ প্রতিনিধিঃ দীর্ঘ ১ যুগ পর উৎসবমুখর পরিবেশে নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলা ও পৌর শাখার বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি পদে সেলিম কার্ণায়েন ও সাধারণ সম্পাদক পদে গোলাম এরশাদুর রহমান এবং পৌর বিএনপির সভাপতি পদে ভিপি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক পদে গোলাম রব্বানী পতুল নির্বাচিত হয়েছেন। 

মোহনগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্ণায়েন সভাপতিত্বে মোঃ ফজলুল হক মাসুমের সঞ্চালনায় দ্বি-বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক।প্রধান অতিথির উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক শাহ্ ওয়ারেছ আলী মামুন,ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। বিশেষ বক্তব্য রাখেন নেত্রকোণা জেলা বিএনপির সদস্য সচিব ড. মো. রফিকুল ইসলাম হিলালী। জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মাহফুজুল হক,জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান খান, তাজেজুল ইসলাম ফারাস সুজাত,বজলুর রহমান পাঠান, নেত্রকোণা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু প্রমুখ


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ