মাদক নেশায় মত্ত হয়ে
করছি কতোই ভুল,
জীবন থেকে যাচ্ছে চলে
সুখ নামেরই ফুল।
মাদক খেয়ে দেহটারে
করছি পুড়ে ছাই,
নষ্ট করছি টাকা কড়ি
দুখের সীমা নাই।
মরণ ব্যাধি আলসার ক্যান্সার
হরেক রকম রোগ,
মাদক নেশায় বিভোর হয়ে
করছি মানব ভোগ।
তিলে তিলে সাধের জীবন
করছি শুধু ক্ষয়,
নিজের দোষেই নেশার কাছে
মানছি পরাজয়।
মৃত্যু শোকে কাতর হয়ে
কাঁদে আপনজন,
মাদক নামক মরণ নেশা
ঘটায় বিভাজন।