যশোর সীমান্তে চোরাচালানী মালামালসহ আটক-৩

যশোর সীমান্তে চোরাচালানী মালামালসহ আটক-৩
জাকির হোসেন: যশোর সীমান্তে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালানী মালামালসহ তিন জনকে আটক করেছে বিজিবি সদস্যরা। আটককৃতরা হলেন, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মধুপুর গ্রামের আমির হোসেনের ছেলে তুহিন হোসেন (৩৪), বেনাপোল পোর্ট থানার বড় আচড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে ইসমাইল হোসেন (২৬),একই এলাকার ইসমাইল হোসেনের ছেলে তৌহিদুল ইসলাম(২৪)।

রবিবার (১০ আগস্ট) বিজিবি'র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল, বেনাপোল, মাসিলা বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ৩জন আসামীসহ বিদেশী মদ, ফেন্সিডিল, শাড়ী, বিভিন্ন প্রকার ঔষধ, পোশাক সামগ্রী, মোবাইল, হ্যান্ড ব্যাগ, জিরা, কীটনাশক, বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী, ভারতীয় রুপি এবং কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ২০,৭৮,৯৩৪/-(বিশ লক্ষ আটাত্তর হাজার নয়শত চৌত্রিশ) টাকা। এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালান মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি'র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ