মোহনগঞ্জে অস্ত্র মামলার আসামী সহ তিন ইয়াবা ব্যবসায়ী আটক

ছবিঃ  তিন মাদক কারবারীর 

মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধিঃ  নেত্রকোণার মোহনগঞ্জে ১২০ পিস ইয়াবা সহ রাব্বি আহমেদ সুমন,আবুল কাশেম,দুর্জয় পাঠান নামে তিন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় তারা তিনজনের কাছ থেকে ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।আজ (০৪ আগস্ট) রোজ সোমবার ৩ টা ১৪ মিনিটে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে এর আগে,তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। 

রাব্বি আহমেদ সুমন (২৮) টেংঙ্গাপাড়ার  মৃত মোহাম্মদ আলীর ছেলে,আবুল কাশেম (২৯) উপজেলার মাঘান দক্ষিণপাড়া গ্রামের মৃত কাজিম উদ্দিনের ছেলে, দুর্জয় পাঠান (২৪) খালিয়াজুড়ি উপজেলার সাতগাঁও গ্রামের শাহানুর আলম পাঠানের ছেলে।পুলিশ সূত্রে, (০৩ আগস্ট) রোজ রোববার রাত ১০ টা ৩৫ মিনিটে টেঙ্গাপাড়ায় রাব্বি আহমেদ সুমনের হাফ বিল্ডিং বসতবাড়ির ভেতর হইতে রাব্বি আহমেদ সুমনের কাছে হইতে ৮১ পিস ইয়াবা, আবুল কাশেম এর কাছে হইতে ১৯ এবং দুর্জয় পাঠানের কাছে হইতে ২০ পিস ইয়াবা সহ সর্বমোট ১২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরে এ ঘটনায় মাদক আইনে মামলা দিয়ে আজ সোমবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ ( বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা দিয়ে তিনজন মাদক কারবারিকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার ১ নং আসামী রাব্বি আহমেদ সুমনের নামে অন্ত্র মামলা-সহ একাধিক মাদক মামলা রয়েছে। তাদের রিমান্ডের আবেদন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে ।  


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ