ভোলা প্রতিনিধিঃ "কিশোরকণ্ঠ পড়বো, জীবনটাকে গড়বো, ফুলের মতো ফুটবো মোরা, জ্ঞানের আলোয় জ্বলবো"— এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ এর শুভ উদ্বোধন হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১১টায় ভোলা শহরের একটি মিলনায়তনে এ পরীক্ষার শুভ উদ্বোধন করেন কিশোরকণ্ঠ ফাউন্ডেশন বরিশাল বিভাগের উপদেষ্টা হারুনুর রশিদ রাফি ও ভোলার কিশোরকণ্ঠ ফাউন্ডেশন চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভোলা শহর শাখার ভাইস চেয়ারম্যান হাসনাইন আহমেদ, পরিচালক জুবায়ের হোসেন জিহাদ, সহকারী পরিচালক মাহফুজ বিল্লাহসহ জেলার বিভিন্ন প্রতিনিধি।
প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশিদ রাফি বলেন শিক্ষার্থীদের মননশীলতা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন ভোলা শহর শাখা এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করেছে।"
📌 পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য
📚 অংশগ্রহণ যোগ্যতা:
চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ছেলে-মেয়ে শিক্ষার্থী।
📝 পরীক্ষার ধরন ও মানবণ্টন:
এমসিকিউ পদ্ধতিতে, পূর্ণমান ১০০।
🏆 পুরস্কার ও বৃত্তি:
সর্বোচ্চ নম্বর প্রাপ্ত শিক্ষার্থী পাবেন একটি ল্যাপটপ।
প্রত্যেক শ্রেণি থেকে ১৭ জন করে শিক্ষার্থী বৃত্তি পাবে।
মোট ২ লক্ষ টাকা বৃত্তি প্রদান করা হবে।
💳 রেজিস্ট্রেশন ফি: মাত্র ২০০ টাকা।
📅 রেজিস্ট্রেশনের শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৫।
📞 রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন: 01314717027