সুত্র: প্রেসবিজ্ঞপ্তি
তারিখ: ২৩/০৯/২০২৫
বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে সৌদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা দিবস ২৩শে সেপ্টেম্বর কে আঁধার দিবস হিসেবে পালিত
স্থান: বিশ্ব সুন্নী আন্দোলন দরবারে হল, গুলশান, ঢাকা।
================
বাতিল ওয়াবিবাদি বস্তুবাদি গোত্রবাদি সৌদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা দিবস ২৩শে সেপ্টেম্বর (১৯৩২) উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ঢাকা মহানগর শাখার এর উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় এবং মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আল্লামা ইমাম হায়াত বলেন, মুমিনের প্রাণকেন্দ্র কেবলাভূমি আল আরবে ঈমান বিনাশী, দ্বীন বিকৃতিকারী,অধিকার-স্বাধীনতা হরণকারী, দ্বীনের মহানিদর্শন পবিত্র মাজার শরীফ সমূহ ধ্বংসকারী, উগ্রবাদি জংগীবাদি মুলুকিয়তের উৎস বাতিল ওয়াবিবাদি বস্তুবাদি গোত্রবাদি সৌদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা দিবস ২৩শে সেপ্টেম্বর (১৯৩২) সকল ঈমানদার এবং মানবতা ও গণতন্ত্রে বিশ্বাসী সকল মানুষের জন্য আঁধার দিবস।
ইমাম হায়াত বলেন, একক ধর্মের নামে অধর্ম সাম্প্রদায়িক রাষ্ট্র ও বস্তুবাদি গোত্রবাদি জাতীয়তাবাদি চেতনা এবং তদভিত্তিক একক গোষ্ঠীবাদি স্বৈররাষ্ট্র যেমন স্রষ্টাদ্রোহী অপরাধ ও ধর্মের নীতি আদর্শের বিপরীত তেমনি জীবনের শত্রু শত্রু ও মানবতা ধ্বংসের মূল হাতিয়ার।
ইমাম হায়াত বলেন,
সত্যের মুক্তপ্রবাহ ও জীবনের স্বাধীনতা এবং মানবতার মুক্তির একমাত্র পথ আল্লাহতাআলার মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রদত্ত সব মানুষের নিরাপত্তা-অধিকার-মালিকানা ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র ও মানবিক সাম্যের ভিত্তিতে মুক্ত জীবনের অখন্ড দুনিয়া খেলাফতে ইনসানিয়াত (representative authority of life & humanity beyond any discrimination, flow of truth & wealth, structure of right & freedom, state and world of peace-safety & universal humanity under light of divine values; given by beloved holy Rasul sallallahu alaihi wa alihi wasallam )।
আল্লামা ইমাম হায়াত সমাবেশে সকল মিথ্যার উৎস নাস্তিক্যউদ্ভুত বস্তুবাদি চেতনা বর্জন করে জীবনের সত্য ও মানবসত্তা রক্ষা এবং সকল গোষ্ঠীবাদি অপরাজনীতি ও গোষ্ঠীবাদি রাষ্ট্রব্যবস্থা পরিবর্তন করে মানবতার রাজনীতি ও মানবতার রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
ধন্যবাদান্তে
আল্লামা শেখ রায়হান রাহবার
মহাসচিব
বিশ্ব সুন্নী আন্দোলন, বাংলাদেশ
মোবাইল: 01612128884
বার্তা বাহক
মঈনউদ্দিন
০১৭১৪৪০৭৫৩৩