বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে সৌদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা দিবস ২৩শে সেপ্টেম্বর কে আঁধার দিবস হিসেবে পালিত: 23-09-2025, প্রকাশের আবেদন

সুত্রপ্রেসবিজ্ঞপ্তি

তারিখ২৩/০৯/২০২৫

 

বিশ্ব সুন্নী আন্দোলনের উদ্যোগে সৌদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা দিবস ২৩শে সেপ্টেম্বর কে আঁধার দিবস হিসেবে পালিত

 

স্থানবিশ্ব সুন্নী আন্দোলন দরবারে হলগুলশানঢাকা

================

বাতিল ওয়াবিবাদি বস্তুবাদি গোত্রবাদি সৌদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা দিবস ২৩শে সেপ্টেম্বর (১৯৩২উপলক্ষে বিশ্ব সুন্নী আন্দোলন  বিশ্ব ইনসানিয়াত বিপ্লব ঢাকা মহানগর শাখার এর উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়

 

বিশ্ব সুন্নী আন্দোলন  বিশ্ব  ইনসানিয়াত বিপ্লবের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের নির্দেশনায় এবং মহাসচিব  আল্লামা শেখ রায়হান রাহবারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আল্লামা ইমাম হায়াত বলেনমুমিনের প্রাণকেন্দ্র কেবলাভূমি আল আরবে ঈমান বিনাশীদ্বীন বিকৃতিকারী,অধিকার-স্বাধীনতা হরণকারীদ্বীনের মহানিদর্শন পবিত্র মাজার শরীফ সমূহ ধ্বংসকারীউগ্রবাদি জংগীবাদি মুলুকিয়তের উৎস বাতিল ওয়াবিবাদি বস্তুবাদি গোত্রবাদি সৌদি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা দিবস ২৩শে সেপ্টেম্বর (১৯৩২সকল ঈমানদার এবং মানবতা  গণতন্ত্রে বিশ্বাসী সকল মানুষের জন্য আঁধার দিবস

 

ইমাম হায়াত বলেনএকক ধর্মের নামে অধর্ম সাম্প্রদায়িক রাষ্ট্র  বস্তুবাদি গোত্রবাদি জাতীয়তাবাদি চেতনা এবং তদভিত্তিক একক গোষ্ঠীবাদি স্বৈররাষ্ট্র যেমন স্রষ্টাদ্রোহী অপরাধ  ধর্মের নীতি আদর্শের বিপরীত তেমনি জীবনের শত্রু শত্রু  মানবতা ধ্বংসের মূল হাতিয়ার

 

ইমাম হায়াত বলেন,

সত্যের মুক্তপ্রবাহ  জীবনের স্বাধীনতা এবং মানবতার মুক্তির একমাত্র পথ আল্লাহতাআলার মহান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রদত্ত সব মানুষের নিরাপত্তা-অধিকার-মালিকানা ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র  মানবিক সাম্যের ভিত্তিতে মুক্ত জীবনের অখন্ড দুনিয়া খেলাফতে ইনসানিয়াত (representative authority of life & humanity beyond any discrimination, flow of truth & wealth, structure of right & freedom, state and world of peace-safety & universal humanity under light of divine values; given by beloved holy Rasul sallallahu alaihi wa alihi wasallam )

 

আল্লামা ইমাম হায়াত সমাবেশে সকল মিথ্যার উৎস নাস্তিক্যউদ্ভুত বস্তুবাদি চেতনা বর্জন করে জীবনের সত্য  মানবসত্তা রক্ষা এবং সকল গোষ্ঠীবাদি অপরাজনীতি  গোষ্ঠীবাদি রাষ্ট্রব্যবস্থা পরিবর্তন করে মানবতার রাজনীতি  মানবতার রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান

 

ধন্যবাদান্তে

আল্লামা শেখ রায়হান রাহবার

মহাসচিব

বিশ্ব সুন্নী আন্দোলনবাংলাদেশ

মোবাইল: 01612128884



 বার্তা বাহক

মঈনউদ্দিন

০১৭১৪৪০৭৫৩৩


সংবাদটি শেয়ার করুন
এটিই সর্বশেষ সংবাদ
পরবর্তী সংবাদ