ঘিওরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত

আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার: মানিকগঞ্জ-১ আসনের এমপি পদপ্রার্থী ডা. আবু বকর সিদ্দিকের উদ্যোগে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘিওর উপজেলা শাখার আয়োজনে আজ রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ঘিওর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত চলা এ ক্যাম্পে বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদান করেন। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সরবরাহ ও সাধারণ স্বাস্থ্য সচেতনতার দিকনির্দেশনাও দেওয়া হয়।

এমপি পদপ্রার্থী ডা. আবু বকর সিদ্দিক জানান,
"আমরা প্রায় দুই হাজারের বেশি মানুষকে চিকিৎসা সেবা দিয়েছি। প্রয়োজনে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থাও করা হবে।" উদ্যোক্তারা বলেন, এলাকার সাধারণ মানুষ বিশেষ করে সুবিধাবঞ্চিতদের কাছে উন্নত চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে। দল-মত নির্বিশেষে স্থানীয় জনগণ এতে অংশগ্রহণ করে উপকৃত হয়েছেন।স্থানীয় বাসিন্দারা জানান, এ ধরনের সামাজিক কাজে মানুষের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ