নওগাঁর রাণীনগরে হাতপাখার প্রার্থীর গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

মোঃ ফিরোজ আহমেদ, রাজশাহী ব্যুরোঃ নওগাঁর রাণীনগরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মোঃরফিকুল ইসলামের নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।ননওগাঁর রাণীনগর উপজেলা সকাল থেকে বিভিন্ন হাট  বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদীয় আসন নওগাঁ ৬ আত্রাই,রাণীনগর এর হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম। 

এছাড়াও  বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভায় মাওলানা মোহাম্মদ  রফিকুল ইসলাম বলেন,আমরা ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি কল্যাণমুখী বাংলাদেশ গড়তে চাই। দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের বিরুদ্ধে ইসলামী আন্দোলন জনগণের পক্ষে রাজনীতি করছে।" তিনি সবার কাছে দোয়া ও সর্বস্তরের মানুষের সমর্থন কামনা করেন। সভা শেষে নেতাকর্মীরা বাজার ও আশপাশের এলাকায় হাতপাখা প্রতীকের পক্ষে গণসংযোগ চালান।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ