বিনোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিনোদন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

গুলবাগপুর কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন ক্রীড়া প্রতিযোগিতা

গুলবাগপুর কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন ক্রীড়া প্রতিযোগিতা

প্রেস বিজ্ঞপ্তিঃ সুধী, আপনাদের আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ২৭-১২-২০২৪ ইং তারিখ শুক্রবার সন্ধা ৬.০০ টায় গুলবাগপুর গ্রাম কর্তৃক আয়োজিত ব্যাডমিন্টন বিশাল ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উক্ত খেলায় আপনি ও আপনার দলকে উপস্থিত থাকার জন্য আহ্বান করা হচ্ছে।

খেলার শর্তাবলী:

১. খেলাটি ডি (D) গ্রুপের। সুতরাং অন্য কোন গ্রুপের প্লেয়ার অংশগ্রহণ করতে পারবে না।

২. উক্ত খেলার এন্ট্রি ফি কমিটি কর্তৃক ৫০০ টাকা ধার্য করা হয়েছে।

৩. প্রত্যেক খেলোয়াড়কে নিজ দায়িত্বে ব্যাট আনতে হবে।

৪. খেলার সময় রেফারীর সিদ্ধান্তই চুড়ান্ত বলে গণ্য হবে।

৫. খেলা শুরু হওয়ার ১৫ মিনিট পূর্বে অবশ্যই মাঠে উপস্থিত থাকতে হবে।

৬. কোন ধরনের অমানবিক আচারণ করা যাবে না।

৭. এক প্লেয়ার একাধিক টিমে খেলতে বা কোন টিমের প্লেয়ার পরিবর্তন করতে পারবে না।

৮. আন্তর্জাতিক নিয়ম অনুসারে পরিচালিত হবে।

৯. ২০ পয়েন্টে গেম শেষ হবে।

১০. খেলাটি ১৬ দলের অংশগ্রহনের মাধ্যমে হবে।

প্রথম পুরস্কার ৩০০০ টাকা এবং দ্বিতীয় পুরস্কার ২০০০ টাকা

যোগাযোগঃ

০১৭৭০ ৫৫৫৯৭৭ (তারেক)

০১৭৭০ ২৫৭৭৩৫ (তুহিন)

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের রজত জয়ন্তীর লোগো উন্মোচন ও রেজিস্ট্রেশন শুরু

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের রজত জয়ন্তীর লোগো উন্মোচন ও রেজিস্ট্রেশন শুরু

মিরসরাই প্রতিনিধি: উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের (প্রকাচৌক) রজত জয়ন্তী (সিলভার জুবিলি) অনুষ্ঠান উদযাপনের লোগো উন্মোচন ও রেজিস্ট্রেশনের কার্যক্রম উদ্বোধন হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকালে কলেজের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের মিলনাতায়নে এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আবচার উদ্দিন।

এসময় প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রধান সমন্বয়ক শাহেদ আহসানের সভাপতিত্বে ও অর্থ সচিব জিয়াউল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যক্ষ মো. কামাল উদ্দিন, সিনিয়র সহকারী অধ্যাপক শামসুন নাহার, প্রাক্তন শিক্ষার্থী পরিষদের মুখপাত্র শহিদুল ইসলাম রয়েল, সদস্য সচিব মেহেদী হাসান রিজভী, ছাত্রী বিষয়ক সম্পাদিকা নাজমা আক্তার।এসময় উপস্থিত ছিলেন, কলেজের ইংরেজী প্রভাষক আব্দুল কাদের, আইসিটি প্রভাষক ওমর ফারুকসহ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সদস্য, অভিভাবক সদস্য ও প্রাক্তন শিক্ষার্থীরা।

রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত সভা শেষে অতিথিরা আনুষ্ঠানিকভাবে রজত জয়ন্তী অনুষ্ঠানের লোগো ও প্রাক্তন শিক্ষার্থী পরিষদের লোগো উন্মোচন এবং রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন করেন। লোগো দুটির ডিজাইন তৈরি করেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী ১৬তম ব্যাচের সাজিদ উল্যাহ।

প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রধান সমন্বয়ক সাহেদ আহসান জানান, রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীরা ২৬ অক্টোবর থেকে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন। এক্ষেত্রে প্রাক্তন শিক্ষার্থীরা ৬০০ টাকা, কাপল প্যাকেজ ১ হাজার টাকা, প্রাক্তন শিক্ষার্থীদের সন্তানদের ক্ষেত্রে ২০০ টাকা ৫ বছরের কম হলে রেজিস্ট্রেশন ফ্রি। নিয়মিত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রিয়েলিটি শো বিউটি কুইনের দ্বিতীয় অডিশন ১৮ অক্টোবর

রিয়েলিটি শো বিউটি কুইনের দ্বিতীয় অডিশন ১৮ অক্টোবর

জবি প্রতিনিধিঃ দেশের সুন্দরীদের নিয়ে আয়োজিত রিয়েলিটি শো বিউটি কুইন বাংলাদেশ ২০২৪ এর দ্বিতীয় অডিশন আগামী ১৮ অক্টোবর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠান আয়োজক প্রতিষ্ঠান লাবণ্য মিডিয়া হাউজের অফিসে অডিশনটি অনুষ্ঠিত হবে।১৬ থেকে ৪৫ বছর বয়সী যে কোন নারী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। এজন্য এক হাজার টাকা রেজিষ্ট্রেশন ফি জমা দিতে হবে। প্রতিযোগিতার প্রথম অডিশন গত ৯ জুন অনুষ্ঠিত হয়। অডিশনে নির্বাচিত প্রতিযোগিদের নিয়ে শীঘ্রই শুরু হবে গ্রুমিং রাউন্ড। অডিশনের ঠিকানা লাবণ্য মিডিয়া হাউজ, ৪৯/১/ বি, ৩য় তলা, পুরানা পল্টন বটতলা মসজিদ, পুরানা পল্টন লাইন, ঢাকা। 

অডিশন সম্পর্কে আয়োজক প্রতিষ্ঠান লাবণ্য মিডিয়া হাউজ এর প্রতিনিধি বিশিষ্ট অভিনেতা ও নির্মাতা মো. হেদায়েত উল্লাহ তুর্কী বলেন, বিগত কয়েক মাস দেশের সার্বিক পরিস্থিতির কারনে বিশেষ করে জুলাই-আগষ্টের ছাত্র জনতার আন্দোলনে শহীদদের সম্মানে অডিশন বন্ধ রাখা হয়েছিলো। দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আবার অডিশন পর্ব শুরু হয়েছে পর্যায়ক্রমে সকল অডিশন অনুষ্ঠিত হবে এবং ঘোষিত সময়ে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতার প্রধান সমন্বয়ক স্নিগ্ধা হোসাইন প্রিয়া বলেন, দেশের সার্বিক পরিস্থিতির কারনে অডিশন বন্ধ থাকলেও ভালো লাগছে যে আমরা পুনরায় অডিশন শুরু করতে পারছি।উল্লেখ্য যে, রিয়েলিটি শো বিউটি কুইন অডিশন সম্পর্কে বিস্তারিত জানতে অথবা জরুরি প্রয়োজনে ০১৭৯২৩০৪৯৬৮ এবং ০১৭৯২৩০৭৫৮৩ নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে।

সিরাজগঞ্জে, বৃক্ষপ্রেমিক  রাসেদুল হাসান ( মামুন) ও সাবেক ব্যাংক কর্মকর্তা  কোরবান আলী তালগাছবীজ  রোপণ করে প্রশংসা ভাসছেন

সিরাজগঞ্জে, বৃক্ষপ্রেমিক  রাসেদুল হাসান ( মামুন) ও সাবেক ব্যাংক কর্মকর্তা  কোরবান আলী তালগাছবীজ  রোপণ করে প্রশংসা ভাসছেন

মাসুদ রানা বাচ্চু সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে বজ্রপাত ঠেকাতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায়, বায়ু দূষণরোধে ব্যক্তি উদ্যোগে প্রায় আট হাজার তালগাছের চারা রোপণ করেছেন বৃক্ষপ্রেমী রাশেদুল  হাসান (মামুন)  ও সাবেক ব্যাংক কর্মকর্তা  কোরবান আলী। গত ২০০৮ সাল থেকে আজ অবধি পর্যন্ত বিশেষ করে সদর উপজেলার বিভিন্ন সড়কের দু'পাশে, শিক্ষা ও ধর্মীয়  প্রতিষ্ঠান  সহ গুরুত্বপূর্ণফাকা স্থানে প্রায়  ১৫ হাজার তালগাছের চারা এবং অন্যগাছের চারা লাগিয়ে আসছেন। তালগাছ রোপনের পাশাপাশি বিভিন্ন বয়সী মানুষদের এই উপকারী বৃক্ষটি রোপনের জন্য নানা পরামর্শ দিয়ে থাকেন। জানা যায় যে, রাশেদুল হাসান (মামুন) পিতা-  মরহুম আব্দুল হামিদ আকন্দ, সিরাজগঞ্জ সদর উপজেলার ১ নং রতনকান্দি ইউনিয়নের চিলগাছা গ্রামের বাসিন্দা তিনি একজন চাকরি জিবি  শত ব্যস্ততার মধ্যে দিয়েও রোপণের পর পরই গাছগুলো পরিচর্যা করতেও ভুলে যান না তিনি। অপরদিকে, কোরবান আলী একজন সাবেক ব্যাংক কর্মকর্তা।  তিনি  একজন সাদা মনের , সাহিত্যমনা মানুষ,   বৃক্ষ প্রেমিক তিনিও রাস্তার ধারে ফাঁকা স্হানে তালের বীজরোপন সহ বিভিন্ন বৃক্ষের চারাগাছ রোপণ করে আসছেন যুগ যুগ ধরে। মঙ্গলবার( ১৭ সেপ্টেম্বর) সকাল থেকে দুই দিন দিনব্যাপী  সিরাজগঞ্জ সদর উপজেলার ১ নং রতনকান্দি ইউনিয়নের মহিষামুড়া চরপাড়া হতে হরিণা পিপুল বাড়িয়া বাজারের এম এ মুনসুর আলী  সড়কের দুই দু'ধারে তালের বীজ রোপন করেন।  তালবীজ রোপনকারী  রাশেদুল হাসান (মামুন) সঙ্গে কথা বলে জানা যায়, ছোটবেলায় থেকেই বৃক্ষরোপণের প্রতি আন্তরিকতা ও অন্যান্য গাছের তুলনায় তালগাছটি বজ্রপাত ঠেকাতে সবচেয়ে বড় ভূমিকা পালন করে বলে তা দেখে প্রথমে উদ্বুদ্ধ হয়েছিলাম। পরিবেশ সুরক্ষার পাশাপাশি বিপদজনক বজ্রপাত থেকে মানুষকে বাঁচানোর জন্য  আমি তাল গাছের চারা রোপণের উদ্যোগ নিয়েছিলাম। এ পর্যন্ত ১৫ হাজার তালবীজ সংগ্রহ করে সেগুলো গুরুত্বপূর্ন বিভিন্ন স্থানে লাগিয়েছি, নিয়মিত পরিচর্যার কারনে প্রায় গাছগুলিই বেড়ে উঠেছে যা এখন দৃশ্যমান। শুধু তাই নয় বাসা বাড়ী, হোটেল ও নিজ উদ্যোগে তালের বীজ ক্রয় করে সরকারি কিংবা কারো ব্যক্তিগত জায়গা যেখানে খালি পেয়েছি সেখানে এই মানব সম্পদ রক্ষায় তালগাছ লাগিয়েছি। তিনি আরো বলেন, জায়গা কার সেটা দেখার বিষয় নয়, বিষয় হচ্ছে গাছ লাগানো। নিজের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্যই বৃক্ষরোপণ করছি। গত বছরে সিমান্ত বাজার থেকে ভেওয়ামাড়া বাজার পযন্ত রাস্তার দুই পাশে তালের চারা সহ বিভিন্ন প্রজাতির ঔষধি চারা লাগানো হয়েছে। সে গুলো মোটামুটি বড় হয়ে উঠেছে। তার পর লাগানো হয়েছে সিরাজগঞ্জ ক্রসবার তিনে ১৫ বিভিন্ন প্রজাতির ঔষধি গাছের চারা লাগানো হয়েছে। মুনসুর আলী মেডিক্যাল হাসপাতালে প্রায় ৭ শত চারা লাগানো হয়েছে। তিনি বলেন, এগুলো আমরা বিভিন্ন নার্সারি থেকে কালেকশন করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র ছাত্রীদের সহযোগিতা নিয়ে এ কাজ গুলো করে থাকি। আজকে সহযোগিতা করছেন বয়ড়া ভেন্নাবাড়ি উচ্চবিদ্যালয়ের শিক্ষক শাহা কামাল এবং তার স্কুলের ছাত্র ও গ্রামের কিছু যুবক ভাইয়েরা।এবিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু আউয়াল বলেন, এগুলো খুবই ভালো কাজ এগুলো গাছপালা মানবদেহের খুবই উপকারিতা আমরা যে যার যায়গা থেকে একটু সচেতন হয়ে গাছগুলোর রক্ষা করতে পারি সেই পরামর্শ দিয়ে আসবো। এ প্রসঙ্গে জেলা কৃষি কর্মকর্তা বাবলু কুমার সূত্রধর বলেন, আমি এই জেলায় আসার আগে বজ্রপাত রোধক  অবদান রাখছেন, শুনেছি রাশেদুল হাসান মামুন। এটি অত্যন্ত উপকারী একটি বৃক্ষ যা মানব সম্পদ রক্ষায় বিরাট ভূমিকা রাখে। কিন্তু দুঃখের বিষয় আমি পদন্নোতি হয়ে অন্য জেলায় চলে আছি দেখতে পারলাম না। 

অজানা রাজ্জাক

অজানা রাজ্জাক


১. কৈশোরে বেশ বাউন্ডুলে ছিলেন রাজ্জাক। বেশ কয়েকবার বাড়ি ছেড়ে পালিয়ে ছিলেন। তবে শৈশবে ফুটবলে গোলকিপার হয়ে সুনাম কুড়িয়েছেন।

২.কলকাতার বাড়িতে তার একটি চানাচুরের কারখানা ছিল। বেশ কষ্টেই তখন সংসার চলত রাজ্জাকের।

৩.স্ত্রী লক্ষ্মীর সঙ্গে যয়কর নায়ক হওয়ার আগেই সৌন্দর্যের কারণে রাজ্জাক ছিলেন পাড়ার মেয়েদের কাছে ‘হিরো’।

৪. কলকাতায় প্রথমদিকে শিলালিপি ও পঙ্কতিলক নামে দুটি ছবিতে অভিনয় করেন।

৫. ১৯৬৪ সালের দাঙ্গায় দুষ্কৃতকারীরা রাজ্জাকের নাকতলার বাড়ির দরজা- জানালা ভেঙে ফেলে। এরপর বড় ছেলে বাপ্পারাজকে নিয়ে শরণার্থী হয়ে সস্ত্রীক ঢাকায় চলে আসেন রাজ্জাক।

৬.বাংলাদেশের প্রথম ১০. অভিনেতা ও সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ- এর পরিচালক আবদুল জব্বার খানের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন রাজ্জাক।

৭. ষাটের দশকের ব্যস্ত রোমান্টিক নায়ক রহমান দুর্ঘটনায় পা হারানোর পর তখনকার রোমান্টিক নায়কের অভাব পূরণে রাজ্জাক ছিলেন প্রথম নায়ক।

৮. উর্দু চলচ্চিত্রের আধিপত্য থেকে বাংলা চলচ্চিত্রের অবস্থান তৈরি হয় রাজ্জাকের মাধ্যমে।

৯. বাংলাদেশি প্রথম পূর্ণাঙ্গ কমেডি ছবি ১৩ নং ফেকু ওস্তাগার লেন-এ ছোট একটি চরিত্রে অভিনয় করেন।

১০.পরিচালকের পাশাপাশি চলচ্চিত্রে তার আরো দুটি পরিচয় তিনি প্রযোজক ও পরিবেশক।

১১. চিত্রালী পত্রিকার সম্পাদক আহমদ জামান চৌধুরী তাকে নায়করাজ উপাধি দেন।

১২. রাজ্জাক ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির উপস্থাপক হানিফ সংকেতকে প্রথমবার চলচ্চিত্রে আনেন চাপাডাঙ্গার বউ ছবিতে খল চরিত্রে

১৩. নব্বইয়ের দশকের শেষের দিকে বাংলা চলচ্চিত্রের ক্রান্তিলগ্নে রাজ্জাক ছিলেন বড় অভিভাবক। তার পরামর্শে ও পৃষ্ঠপোষকতায় বাণিজ্যিক চলচ্চিত্র আবারো ঘুরে দাঁড়ায়।


ক্যাসিনো খেলে ১৫ লাখ টাকা হেরে দুধ দিয়ে গোসল যুবকের

 ক্যাসিনো খেলে ১৫ লাখ টাকা হেরে দুধ দিয়ে গোসল যুবকের


সোহেল রানা, লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় অনলাইন জুয়া (ক্যাসিনো) খেলে ১৫ লাখ হেরে জুয়া থেকে নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণার পর দুধ দিয়ে গোসল করলেন জাহিরুল ইসলাম নামে এক যুবক।শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি এলাকায় দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া (ক্যাসিনো) থেকে নিজেকে সরিয়ে নিয়ে বৈধভাবে ব্যবসা করতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।জাহিরুল ইসলাম নওদাবাস ইউনিয়নের কেতকীবাড়ি এলাকার আবুল কাসেমের ছেলে। জাহিরুল ইসলামের এই উদ্যোগকে সাদুবাদ জানিয়েছেন উপজেলার সচেতনমহল।

এ সময় তিনি এক বালতি দুধ দিয়ে গোসল করে নিজেকে পবিত্র করেন। গোসল করতে করতে তিনি বলেন, যারা যারা ক্যাসিনোসহ বিভিন্ন ধরনের অনলাইন জুয়ায় আসক্ত তারা যেন এই জীবন ধ্বংস করার মতো জুয়া খেলা থেকে বিরত থাকেন।জাহিরুল ইসলাম বলেন, গত এক বছরে আমি প্রায় ১৫ লাখ টাকা এই জুয়ায় হেরে গেছি। শুধু টাকা না আমার দোকান ও শখের মোটরসাইকেল বিক্রি করেছি। আজ প্রায় আমি নিঃস্ব হয়েছি। তাই দুধে গোসল করে প্রতিজ্ঞা করলাম আর কখনো অনলাইন জুয়া খেলব না।