রমজান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রমজান লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও যশোর-২ আসনের মাননীয় এমপির ইফতার ও খাদ্য সমগ্রী বিতরন

দুর্যোগপূর্ণ  আবহাওয়ার মধ্যেও যশোর-২ আসনের মাননীয় এমপির ইফতার ও খাদ্য সমগ্রী বিতরন

 


মোঃ সজীব হোসেন, মোহাম্মদপুরঃ বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী যশোর জেলা ছাত্রলীগের কর্মসূচী মোতাবেক ঝিকরগাছা ছাত্রলীগের পক্ষ থেকে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ধারাবাহিক ইফতার ও খাদ্য সামগ্রী বিতরনের অংশ হিসাবে আজ রবিবার (৯ মে) ২নং মাগুরা ইউনিয়ন এর মোহাম্মদপুর মোড়ে ইফতারি বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ২ নং আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম , ছেলের কাছে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রমজান শরীফ বাদশা,অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ২নং মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ১নং গঙ্গানন্দপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আমিনুর রহমান আমিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিপলু, সাধারণ সম্পাদক কামাল হোসেন, ঝিকরগাছা উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জগলু,মোহাম্মদ পুরের দীর্ঘ দিনের জনমানুষের রাজনৈতিক মানুষ শফিকুল ইসলাম টপি, যুবলীগ নেতা নজরুল ইসলাম নয়ন, ৮ নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি স্বপন ইসলাম,ছাত্রলীগ নেতা সোহেল, ইমন, শোভন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রবীন ও নবীন আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সর্ব স্তরের নেতৃবৃন্দ। অনাকাঙ্ক্ষিত ভাবে বৃষ্টি আসায় অনুষ্ঠান স্বল্প পরিসরে সমাপ্ত হয়। মাননীয় এমপি মহাদয়ের দূর্যোগপূন আবহাওয়ার মধ্যেও অনুষ্ঠানে উপস্থিত হয়ে জনগনের ভালোবাসায় শিক্ত হন, উৎসুক জনতা দূর্যোগপূন আবহাওয়ায় এমপি মহাদয়ের কাছ থেকে ইফতারি গ্রহনে আনন্দিত।

টয়লেটে প্রবেশ করা ও বাহির হওয়ার দোয়া এবং করনীয় (দৈনন্দিন আমল ও করনীয় পর্ব -৪)

টয়লেটে প্রবেশ করা ও বাহির হওয়ার দোয়া এবং করনীয় (দৈনন্দিন আমল ও করনীয় পর্ব -৪)

এইচ এম জহিরুল ইসলাম মারুফ, স্টাফ রিপোর্টারঃ হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় ও স্থানের জন্য যেসব দোয়া উম্মতকে শিক্ষা দিয়েছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে টয়লেটে প্রবেশ করা ও বের হওয়ার দোয়া। 
সুন্নত মেনে টয়লেটে প্রবেশ করা ও বের হওয়ার অনেক ফজিলত রয়েছে। 

টয়লেটে প্রবেশ করার দোয়াঃ
ঘুম থেকে জাগ্রত হওয়ার পর প্রাকৃতিক প্রয়োজনে মানুষকে টয়লেটে যেতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়খানা পেশাবের প্রয়োজনে টয়লেটে প্রবেশ করার পূর্বে পড়ার জন্য উম্মতকে এই দোয়া শিক্ষা দিয়েছেন,
اللهم انى اعوذبك من الخبث والخبائث 
উচ্চরণঃ “আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল খুবুছি ওয়াল খবায়েছ।”
অর্থঃ “হে আল্লাহ, আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি দুষ্ট পুরুষ জ্বিন ও দুষ্ট নারী জ্বিনের অনিষ্ট থেকে।” (বোখারী, মুসলিম, তিরমিযী, নাসায়ী, আবু দাউদ, ইবনে মাজাহ)

ইসলামের বৈশিষ্ট্য হলো যে, মানুষ যেসব স্থান ও মুহূর্তের কথা মুখে আনতে লজ্জাবোধ করে, সে সময় ও স্থানের জন্যও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কোনো না কোনো দোয়া শিক্ষা দিয়েছেন। যাতে এসব ক্ষেত্রেও আল্লাহ তায়ালার সঙ্গে বান্দার সম্পর্ক অটুট ও দৃঢ় থাকে।

দুষ্টু মাখলুক থেকে আশ্রয়প্রার্থনা করলে লাভ কি??
উল্লেখিত দোয়া পাঠের মাধ্যমে দুষ্ট মাখলুক থেকে আশ্রয় প্রার্থনা শিক্ষা দেয়া হয়েছে, এই আশ্রয় প্রার্থনার লাভ ও রহস্য সম্পর্কে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন।
“যে সব স্থানে মানুষ ইসতিনজার(প্রাকৃতিক) প্রয়োজন পুরা করার উদ্দেশ্যে যায়, এসব স্থান শয়তান চলাচলের পথ। কেননা, শয়তান সাধারণত নাপাক, নোংরা, ময়লা, আবর্জনাময় জায়গা দিয়ে চলাফেরা করে। কারণ এগুলো নোংরা ও দুষ্টু প্রাকৃতির মাখলুক। তাই এধরনের জায়গায় যাওয়ার সময় আল্লাহ তায়ালার কাছে শয়তানের অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করবে। যাতে শয়তান কোনো ক্ষতি করতে না পারে।”
রাসুলের বানী দ্বারা জানা যায়, শয়তান যেমন মানুষের শারীরিক ক্ষতি করতে পারে, অনুরুপ আত্মিক ক্ষতি ও করতে পারে। শারীরিক ক্ষতি যেমন তোমাদের শরীরে কিংবা কাপড়ে নাপাক কিছু লাগিয়ে রাখবে, ফলে তোমরা অপবিত্র হয়ে পড়বে। কখনো বা শয়তান কোনো অসুখ বিসুখে ফেলে দেবে, এজাতীয় বহু ঘটনা বর্নিত আছে যে, শয়তান কোনো নাপাক ও নোংরা জায়গায় মানুষের ওপর সরাসরি আক্রমন করে বসেছে ও বহুজনকে আবার মৃত্যুর মুখেও ফেলে দিয়েছে। মোটকথা, নোংরা আবর্জনার মধ্যে শয়তান মানুষের স্বাস্থ্যহানি ঘটায়। কোনো কোনো আলেম এও বলেছেন যে, মানবদেহের রোগ জীবানু শয়তানের দ্বারা সংক্রমিত হয়।

শয়তান মানুষের আত্মিক ক্ষতিও করতে পারে। আর তা এভাবে যে, যেসব জায়গায় শয়তান আনা গোনা করে সেখানে গিয়ে সাধারণ মানুষ সতর খোলা অবস্থায় থাকে। ঠিক সেই সময় শয়তান মানুষের অন্তরে বাজে চিন্তা ঢুকিয়ে দেয়, অশ্লীল কামনা জাগিয়ে তোলে। ফলে মানুষের ভাব প্রবল হয়ে ওঠে। ফলে মানুষ গুনাহের কাজে লিপ্ত হয়ে পড়ে, একারণেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম এই শিক্ষা দিয়েছেন যে, টয়লেটে প্রবেশ করার পূর্বে তোমরা আল্লাহ তায়ালার আশ্রয় প্রার্থনা কর।

কিছু করনীয় বা কানুনঃ
#বাম পা দিয়ে প্রবেশ করা।
# তারপরে উপরোল্লিখিত দোআ পড়া
#পরিষ্কার হওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করা।
#পানি ব্যাবহারের পূর্বে টিসু বা মাটির পবিত্র ঢিলা (কুলুখ) ব্যবহার করা।
#কুলুখ,পানি না পাওয়া গেলে পায়খানা বা প্রস্রাবের পর মাটি, পাথর, ইটের কুচি ইত্যাদি দিয়ে কুলুখ করবে।
#হাড় বা শুকনো গোবর দ্বারা কুলুখ করা যাবে না। 
#কাপড়ের টুকরো বা টিসু পেপার দিয়েও কুলুখ করা যায়। 
#পানি পাওয়া গেলে আগে কুলুখ ব্যবহার করবে। এটার মাধ্যমে ভালোভাবে পরিষ্কার হওয়া যায়।
# পুরোপুরি কাপড় উঠিয়ে (উলঙ্গ হয়ে) না বসা। এমনভাবে বসা যাতে সতর দেখা না যায়।
#টয়লেটে মাথা ঢেকে রাখা। (বায়হাকি শরীফ) 
খালি মাথায় না থাকা। টুপি, রুমাল, ওড়না বা কাপড় ইত্যাদি দ্বারা মাথা ঢেকে রাখা
#কিবলার দিকে মুখ বা পিঠ করে না বসা।(বোখারী)
#টয়লেটে খালি পায়ে না যাওয়া। জুতা-সেন্ডেল পায়ে দিয়ে প্রস্রাব-পায়খানায় যাওয়া। (কানযুল উম্মাল)- 
#প্রস্রাব পায়খানা দাড়িয়ে না করা (বোখারী ও মুসলিম)
#বাম হাত দ্বারা ঢিলা ও পানি ব্যবহার করা। (বুখারি)
#লজ্জাস্থান ডান হাতে স্পর্শ করবে না এবং ডান হাতে শৌচক্রিয়া করবে না।' (মুসলিম)-
এস্তেন্জা বা শৌচকার্য করার পরে ডান পা দিয়ে বের হয়ে দোআ পড়বেঃ-
 غُفْرَانَكَ الْحَمْدُ لِلهِ الَّذِيْ اَذْهَبَ عَنِّيْ الْاَذَى وَعَافَانِيْ.
উচ্চারণঃ “গোফরানাকা আল হামদুলিল্লাহিল্লাজি আজহাবা আন্নিল আজা ওয়া আফানি।”
অর্থঃ “(হে আল্লাহ!) আপনার কাছে ক্ষমা চাই। সব প্রশংসা ওই আল্লাহর জন্য; যিনি ক্ষতি ও কষ্টকর জিনিস থেকে আমাকে মুক্তি দিয়েছেন।”

আল্লাহ তায়লা আমাদের সকলকে এতটুকুর উপর আমল করার তাওফিক দান করুন।

বড়লেখায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ

বড়লেখায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ

আকরাম হোসাইন, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ১নং বর্ণী ইউনিয়নের পাকশাইল গ্ৰামের পাকশাইল তারুণ্য সমাজকল্যান সংস্হার উদ্দ্যোগে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পথচারী মানুষের মাঝে ইফতার বিতরণ করেন।
এসময় উপস্হিত ছিলেন তারুণ্য সমাজকল্যান সংস্হার উপদেষ্টা ছালা উদ্দিন,রেহান উদ্দিন,তরুন সমাজ সেবক রাসেল বিন সরফর,তারুণ্য সমাজকল্যান সংস্হার সভাপতি রাহেল আহমদ,সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান,সহ-সমাজকল্যান সম্পাদক সুলতান আহমদ,সদস্য রেজাউল করিম,রিফাত,সাকিব প্রমুখ।

বড়লেখায় ২০০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা

বড়লেখায় ২০০ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা

আকরাম হোসাইন, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কর্মহীন/ অসহায় হয়ে যাওয়া মানুষের মাঝে উপজেলা প্রশাসন,বড়লেখার আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়।
২০০ পরিবারের মাঝে এসময় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্য সহায়তা (১০ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি পেয়াজ, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা এবং ১ কেজি লবণ) প্রদান করা হয়।
বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সোয়েব আহমেদ,উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম আল ইমরান, সহকারী কমিশনার(ভূমি) নুসরাত লায়লা নীরা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ উবায়েদউল্লাহ খান প্রমুখ।

নওগাঁর আত্রাইয়ে এজিএম ফিরোজ জামানের নিজ উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

নওগাঁর আত্রাইয়ে এজিএম ফিরোজ জামানের নিজ উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

মোঃ ফিরোজ হোসাইন, রাজশাহী ব্যুরোঃ নওগাঁর আত্রাইয়ে নওগাঁ পল্লী সমিতির আত্রাই জোনাল অফিস এর এজিএম মোঃ ফিরোজ জামানের নিজ উদ্যোগে নিজস্ব তহবিল থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সকাল ১০টায় আত্রাই জোনাল অফিস চত্বরে ৪২ পরিবার এর মাঝে মাহে রমজান উপলক্ষে তৈল,চিনি,সেমাই, চাল,আলু,দুধ সাবানসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়।
এজিএম ফিরোজ জামান নিজেই উপস্থিত থেকে অসহায় কর্মহীন মানুষের মাঝে এসব সামগ্রী তুলে দেন।
এজিএম ফিরোজ জামান বলেন, এই দুর্যোগময় মুহুর্তে করােনা ভাইরাস প্রতিরােধে মানুষ কর্মহীন হয়ে পড়ায় তিনি তার ব্যক্তিগত তহবিল হতে মানবিক সহায়তা হিসেবে এসব সামগ্রী প্রদান করেছেন।
এসময় উপস্থিত ছিলেন সমিতির ডিজিএম আসাদুজ্জামান খান, ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান, জুনিয়র ইঞ্জিনিয়ার শাহিনুর রহমান,টেকনিশিয়ান আনোয়ার হোসেন,আত্রাই প্রসক্লাব সভাপতি মোঃ রুহুল আমীন সাংবাদিক তপন কুমার সরকার প্রমুখ।

নওগাঁর আত্রাইয়ে ইমাম ও ওলামা পরিষদের সিদ্ধান্তে জনপ্রতি ৬০ টাকা ফিতরা নির্ধারণ

নওগাঁর আত্রাইয়ে ইমাম ও ওলামা পরিষদের সিদ্ধান্তে জনপ্রতি ৬০ টাকা ফিতরা নির্ধারণ

মোঃ ফিরোজ হোসাইন, রাজশাহী ব্যুরোঃ নওগাঁর আত্রাইয়ে এবারে জনপ্রতি সর্বনিম্ন ৬০ টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। আত্রাই উপজেলা ইমাম ও উলামা পরিষদের বৈঠকের সিন্ধান্ত অনুযায়ী ফিতরার এ পরিমাণ নির্ধারণ করা হয়।

এ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে ইমাম ও উলামা পরিষদের এক সভা আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি আলহাজ মাওলানা আমিনুল ইসলামের সভপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা মুজাহিদ খান, শাহাগোলা মাদ্রাসার মুহতামিম মাওলানা মতিউর রহমান,উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস ছালাম, তারাটিয়া ছোটডাঙ্গা মিফতাহুল উলুম মাদ্রাসার মুহতামিম মাওলানা ইদ্রিস আলী, ভোঁপাড়া মাদ্রাসার মুহতামিম মাওলানা রেজওয়ানুল ইসলাম প্রমুখ। সভায় বর্তমান বাজার দর পর্যালোচনা করে এবারে আত্রাইয়ের জন্য জনপ্রতি সর্বনিম্ন ৬০ টাকা করে ফিতরা নির্ধারণ করা হয়।