ডা.এম.এ.মান্নান, টাংগাইল জেলা প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ নাগরপুর উপজেলা শাখা অধিভুক্ত নাগরপুর সদর ইউনিয়ন শাখা কমিটিতে সজিব হুসাইন মোহাম্মদ হাসানকে সহ সভাপতি ও মো.বাদশা ফাহাদকে কার্যনির্বাহী সদস্য মনোনিত করেন নাগরপুর উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ।নব নির্বাচিত সেচ্ছাসেবক লীগ নেতা দুজনই আপন দুই ভাই।
মঙ্গলবার,২৮ জুলাই ২০২০খ্রি.সকাল:১০.০০ টায় সংগঠনটি নাগরপুর উপজেলা শাখা সভাপতি মো.বাবর আল মামুন ও সাধারন সম্পাদক মো.ফারুক ইসলামের স্বাক্ষরিত আপন দুই ভাইকে তাদের সংগঠনের প্রতি ভালবাসা ও সক্রীয় থাকায় পুরস্কার হিসাবে ও সংগঠনকে আরো বেশী শক্তিশালী করার জন্য উক্ত দায়িত্ব অনুমোদন দেয়া হয়।
নব নির্বাচিত সহ সভাপতি সজিব হুসাইন মোহা.হাসানের রাজনৈতিক পরিচয় ও অন্যন্য বিবরণ:তিনি বর্তমানে সরকারি তিতুমীর কলেজ, ইসলাম শিক্ষা বিভাগের অর্নাস চর্তুথ বর্ষের ছাত্র এবং কলেজ শাখার সক্রীয় ছাত্রলীগ কর্মী।
*সহ সভাপতি:নাগরপুর উপজেলা মুক্তিযুদ্ধ মনচ।
*সহ সভাপতি,সরকারি তিতুমীর কলেজ ইউনিট টাংগাইল জেলা ছাত্র কল্যান পরিষদ।
*ভাইস চেয়ারম্যান,নাগরপুর ইংলিশ কেয়ার সেন্টার।
*প্রধান এ্যাডমিন ও প্রতিষ্ঠাতা,আমরা নাগরপুর বাসী অনলাইন জনপ্রিয় ও বহুল প্রচারিত পেজবুক পেজ।
*সাংবাদিক, দৈনিক কপোতাক্ষ নিউজ।
*সাবেক মহাসচিব, দুয়াজানী কলেজ পাড়া ছাত্র কল্যান পরিষদ।
*সাবেক অাহবায়ক,দুয়াজানী কলেজ পাড়া ছাত্র কল্যান পরিষদ।
*সাবেক সদস্য,ইয়াসিন আরাফাত কুরআনী ফাউন্ডেশন।
কর্মজীবন:
বর্তমানে নব মুকতাদির হোমিও চিকিৎসা কেন্দ্রের ডেপুটি ম্যানেজার,মার্কেটিং বিভাগ এ অত্যন্ত সুনামের সাথে কর্মরত আছেন।
মো.বাদশা ফাহাদ এর রাজনৈতিক পরিচয় ও অন্যন্য বিবরণ:তিনি নাগরপুর ছাত্রলীগের একজন সক্রীয় কর্মী ছিলেন।
*সদস্য:দুয়াজানী কলেজ পাড়া যুব পরিষদ।
বাড়ি ও বংশ পরিচয়:হাসান ও ফাহাদ দুজনই আপন ভাই। তারা তিন ভাই বড় ভাই ইন্জি.তারিকুল ইসলাম একজন ব্যাংকার এবং ব্যবসায়ী। হাসান মেজ,ফাহাদ ছোট, মা বেঁচে আছে, বাবা নেই। বাবার নাম মো.আ.কাইয়ূম পেশায় সিএনজি(বেবী)ড্রাইভার ছিলেন। দাদার নাম-মরহুম আইয়ূব অালী। বাড়ি:নাগরপুর প্রানকেন্দ্র অবস্হিত:ঐতিহ্যবাহী দুয়াজানী কলেজ পাড়া,নাগরপুর, টাংগাইল।
নবনির্বাচিত সহ সভাপতি সজিব হহুসাইন মোহাম্মদ হাসান বলেন,আমি ছোট বেলা থেকেই শেখ মুজিবর রহমানের আর্দশে বিশ্বাসী ও আওয়ামী পরিবার এর একজন সক্রীয় কর্মী হিসাবে আছি এবং ভবিষ্যৎ থাকবো,ইনশাআল্লাহ। গণমানুষের অধিকার আদায়ের পাশাপাশি জনতার বিপদের সময় অতীতের ন্যায় ভবিষ্যতে ও পাশে থাকবো,ইনশাআল্লাহ।গণতান্ত্রিক, ন্যায়বিচার, বৈষম্যহীন ও মানবিক মূল্যবোধ সম্পন্ন রাষ্ট্র বিনির্মাণে কাজ করছি তারই অংশ হিসাবে সেচ্ছাসেবক লীগে যোগদান। আমাকে এবং আমার ছোট ভাই ফাহাদ কে নাগরপুর সদর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ কমিটিতে রাখায় বাংলাদেশ আওয়ামীগ সভানেত্রী, জননেত্রী ও সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি ধন্যবাদ জানাই নাগরপুর দেলদুয়ার ৬ এলাকার সাংসদ জ্বনাব আহসানুল ইসলাম টিটুকে। আমি ধন্যবাদ জানাই আমার সহযোদ্ধা ও রাজনৈতিক অভিবাবক জ্বনাব বাবর আল মামুন ভাই,জ্বনাব ফারুক কাকা ও জ্বনাব সোহরাব ভাইকে।আমি নাগরপুর সদর সেচ্ছাসেবক লীগের সকল পর্যায়ের নেত্ববৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং নাগরপুরবাসীকে জানাই অগ্রীম ঈদ মোবারক। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ।
নবনির্বাচিত সদস্য মো.বাদশা ফাহাদ বলেন,সকল শুভাকাঙ্ক্ষী ও সহযোদ্ধাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমাকে নাগরপুর সদর ইউপি সেচ্ছাসেবক লীগের গর্বিত সদস্য করায়।মৃত্যুর আগ পর্যন্ত যেন সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে দেশ ও জনগনের কল্যানে কাজ করে যেতে পারি সেই দোয়া কামনা করছি।
মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আমার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করার তওফিক দান করেন,আমিন।
