গাছা লাগান পরিবেশ বাঁচান


খোন্দকার আব্দুল্লাহ বাশার, খুলনা ব্যুরো প্রধানঃ

গাছ লাগান, প্ররিবেশ বাঁচান, এই প্রতিপাদ্য কে সামনে রেখে কোটচাঁদপুরে সামাজিক সংগঠন প্রজন্ম উদ্যোগে পৌর বাস টার্মিনালে সোমবার সকালে সংগঠনটির পক্ষ থেকে বিভিন্ন প্রাজতির ২০০ টি বৃক্ষ আম, জাম, কাঁঠাল, পিয়ারা, জলপাই, ইত্যাদি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রোপণ ও বিতরণের মাধ্যমে এ কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে অংশ গ্রহণ করেন সংগঠনের সভাপতি মোঃ আল- ইয়াছিন চৌধুরী (আবির) সাধারণ সম্পাদক মোঃ শিবলী সাদিক ( পিয়াস), সাংগঠনিক সম্পাদক, এহসানুল  ফেরদৌস ( রামিম) সহ পাভেল, নিশান, সাগর, প্রসেনজিৎ, নিয়ম, শান্ত, সজিব সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ