নারায়গঞ্জের আড়াইহাজারে ১৫০টি ফলজ ও বনজ গাছের চারা কর্তন থানায় অভিযোগ।

নারায়নগঞ্জ প্রতিনিধিঃ  আড়াইজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নে ইজারকান্দি গ্রামে ফার্মের পাশে তিনি গাছ লাগান,সামাজিক প্রতিহিংসার কারনে গাছ কেটেছে বলে ইউসুফ আহমেদের দাবি , যারা পূর্বে আমার এই বাগানের চারা গাছ কেটে ছিল তারাই এই কাজ করেছে, এবং এসব গাছ কাটার সঙ্গে প্রতিহিংসা সম্পৃক্ততা রয়েছে ।

স্থানীয় সূত্রে জানা যায় ২০১৭ সালে ওই এলাকায় ফার্মের টিলা ভূমিতে আম, লিচু,ডাব,করুই গাছ, লেবুসহ বিভিন্ন ফলজ ও বনজ চারা রোপণ করেন। বাগান করার পর এ নিয়ে দুই বার চারা কেটে ফেলে দুর্বৃত্তরা।

ইউসুফ আহমেদ বলেন, 'শখের বসে আমি আমার ফার্মের চার একর টিলা ভূমিতে ২০১৭ সালে এই ফলজ ও বনজ চারা রোপন করি। ঢাকা থেকে এনে ৩০০বেশি আমগাছের চারা সঙ্গে লিচু ও লেবুসহ অন্যান্য ফলজ ও বনজ চারা রোপণ করি।

কিন্তু দুর্বৃত্তের হাত থেকে বাগানটি রক্ষা করতে পারছি না। আগের দুইবারও কয়েক শ আমগাছের চারা কাটা হয়েছিল।' তিনি বলেন, 'আমার সঙ্গে শত্রুতা করুক, গাছের সঙ্গে কিসের শত্রুতা। এ ঘটনায় থানায় অভিযোগ করেন ইউসুফ আহমেদ।


সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ