![]() |
| আল্লামা নূর হুসাইন কাসেমী (রহ) এর স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল |
আব্দুর রাজ্জাক , হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জ জেলা সম্পন্ন এবং শীতার্তদের মাঝে পাঁচ হাজার কম্বল বিতরণের পরিকল্পনা গ্রহণ।
উক্ত পরিষদের সেক্রেটারি প্রভাষক মাওলানা আব্দুল কাদেরের পরিচালনায় ও সভাপতি হাফেজ মাওলানা মুফতি মোঃ রফিকুল ইসলাম সাহেবের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইমাম-মুয়াজ্জন কল্যাণ পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য মুহাদ্দিস মাওলানা শেখ মোঃ সালাহ উদ্দিন, মাওলানা আব্দুল মতিন, মাওলানা দিদার আল আজহারী, ড. ইঞ্জিনিয়ার মোঃ ফারুক হোসেন, সিনিয়র সহ সভাপতি মাওলানা জাবের আল সাফা, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা শেখ মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাঃ মাওঃ আশিকুল ইসলাম ছানোয়ার, প্রচার সম্পাদক মাওলানা হাবিবুর রহমান নোমানী, মাওলানা জুবায়ের হুসাইন ফয়জী সহ আরোও অনেকে বক্তব্য পেশ করেন। এ সময় মানিকগঞ্জ পৌরসভার ইমাম মুয়াজ্জিন সহ মানিকগঞ্জ জেলার সকল থানার প্রতিনিধি ইমামগণ উপস্থিত ছিলেন। পরিশেষে আল্লামা নূর হুসাইন কাসেমী রঃ এর স্বরণে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মুফতি মোঃ রফিকুল ইসলাম।
উক্ত প্রোগ্রাম থেকে মানিকগঞ্জের দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে পাঁচ হাজার কম্বল বিতরণের পরিকল্পনা নেওয়া হয়।
