আল্লাহকে নিয়ে কুটুক্তি করা.নবী মুহাম্মদ (সাঃ) এর অবমাননা.ইসলামের অবমাননায়. আমাদের নীরবতা আমাদের কল্যাণ বয়ে আনবে না, আমাদেরকে জাগ্রত হতে হবে।
৯৫ ভাগ মুসলিম দেশ হলো বাংলাদেশ। পৃথিবীর মানচিত্রে দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে পরিচিত বাংলাদেশ.এই দেশে ইসলামের অবমাননা কোন সাহসে করে তথাকথিত ইসলাম বিদ্বেষী নাস্তিকরা।
বিশ্বের দরবারে মুসলমানদের সন্ত্রাসী,জঙ্গি হিসেবে তুলে ধরার অপচেস্টা হিসেবে আলেমদের মতো দাড়ি টুপিওয়ালা সাজিয়ে।তাদের জঙ্গি,সন্ত্রাসী হিসেবে 'কমান্ডো' মুভিতে উপস্থাপন করা হয়েছে।যেটা বরাবর হলিউড.বলিউডের সিনেমায় করে আসছে মুসলিম বিদ্বেষী দেশগুলো।
কিন্তু বাংলাদেশের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলিম বিদ্বেষী সিনেমা।এটা আমরা ৯৫%ভাগ মুসলিমরা কিভাবে নিচ্ছি? এই সিনেমা সারা বিশ্বের যারাই দেখবে, সবাই বলবে মুভিটি যেহেতু মুসলিম দেশ থেকেই নির্মিত।সেহেতু এটা আসলেই সত্যি। মুসলিমদের নিয়ে ভুল ধারণা তৈরি হবে.মুসলিম ভীতি তৈরি হবে।যেটা আমাদের মুসলিমদের এই প্রজন্ম ও পরবর্তী প্রজন্মের জন্য চরম হুমকি।
মুক্তি পাওয়া 'কমান্ডো' সিনেমায় সারা দুনিয়াব্যাপী ইসলাম নিয়ে যে বহু পর্যায়ের ষড়যন্ত্র চলছে এই সিনেমা তারই অংশ।সিনেমাটিতে দেখানো হবে কালেমা খচিত পতাকা।পতাকার নীচের অংশ থাকবে Ak-47 এর সিম্বল।পতাকার পেছন থেকে বেরিয়ে আসবে কথিত সন্ত্রাসীরা। দেখি যাবে কথিত সন্ত্রাসীরা সুন্নাতি পোষাক পড়ে 'নারায়ে তাকবীর, আল্লাহু আকবার' স্লোগান দিচ্ছে।
কালেমাধারীদের পরাজিত করার জন্য নায়ক দেব যুদ্ধ করে যাবে এই সিনেমাতে।এই মুভিতে দেখাবে ইসলামি জঙ্গিবাদ দমনে নায়ক দেব এসে হাজির হয়েছে।আর জঙ্গিদের সিম্বল হিসেবে কালিমা খচিত পতাকা ব্যবহার করা হয়েছে।এখানে সুস্পষ্টভাবে ইসলামকে ডিমোনাইজ করা হচ্ছে।ভিলেন বানিয়েছে ইসলামকে।যা ইচ্ছাকৃত ইসলাম বিদ্বেষ।
''আমাদের প্রশ্ন হলো বাংলাদেশি পরিচালক কুখ্যাত কুলাঙ্গার শামীম আহমেদ রনি এই স্পর্ধা কোথায় পেলো''
আমি অনেক আগেই বলেছিলাম সন্ত্রাসী জঙ্গীবাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই।প্রকৃত মুসলিম জঙ্গীতো দূরের কথা ত্রাশের পক্ষেও থাকতে পারেনা। কিন্তু কালেমার পতাকাকে জঙ্গীর ট্যাগ লাগিয়ে কারো হাতে ঈমানদাররা তুলেও দিতে পারেনা।
রিসেন্ট ঘটে যাওয়া নিউজিল্যান্ডের সন্ত্রাসী হামলা নিয়ে ক্রুশবিদ্ধকরণ মুভি বানিয়ে,খৃষ্টান সম্প্রদায়কে দায়ী করে, দেব ও শোয়ার্জনেগার কে নায়ক বানান।
আরেকটা বানান লাখ লাখ মুসলিমকে রাখাইন ও পার্শ্ববর্তী দেশের উগ্রবাদীদের দারা হত্যা, যুদ্ধাপরাধ ও বাড়িঘর জালিয়ে দেয়া নিয়ে। সেগুলি এত নিকটে ঘটলেও চোখে পড়লনা কেনো।ভন্ডামী সব ইসলাম আর সুন্নাতি পোষাক নিয়ে তাইনা।
পরিচালক কুখ্যাত কুলাঙ্গার শামীম আহমেদ রনি আপনি আপনার সিনেমা কে উচ্চ পর্যায়ে নেওয়ার জন্য যা খুশি করেন কিন্তু ইসলাম ধর্মকে অপমান করে কিংবা কোন ধর্ম কে অপমান করে।মুসলমানদের আঘাত করে।কিংবা কোন ধর্মের মানুষদের আঘাত করে আপনি সিনেমা করার দুঃসাহস করবেন না।
কারণ, আপনি ইসলাম ধর্ম কে আঘাত করে.কিংবা কোন ধর্মকে আঘাত করে সিনেমা তৈরি করতে চাইলে. আপনার বিরুদ্ধে তখনই ধর্ম প্রাণ মানুষ গুলো সোচ্চার হয়ে উঠবে।
(১)
ঘুমন্ত মুসলিম জাগো
ঘুম এবার ভাঙ্গ.
লেমার ঝান্ডা হাতে নাও
পাক কালাম বুকে নাও।
জালিমের বিরুদ্ধে গর্জে ওঠো
ইসলাম ধর্ম রক্ষা করো।
শকুনের দল ওত পেতে আছে
ঘুমন্ত মুসলিম কে টার্গেট করে।
তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। আল্লাহ এই কাফের,জালিমদের হেদায়াত দান কর. আর যদি তাদের নসিবে হেদায়াত না থাকে। তুমি তাদেরকে ধ্বংস করে দাও। (আমিন)
আকরাম হোসাইন
'ব্যবস্থাপনা সম্পাদক-দৈনিক খবরের ডাকঘর পত্রিকা', 'মৌলভীবাজার জেলা প্রতিনিধি-দৈনিক কপোতাক্ষ নিউজ পত্রিকা', 'প্রতিনিধি-দৈনিক ইতি কথা পত্রিকা'
