সোমবার শহরের কালিতলা হাট উন্মুক্ত মঞ্চে শতাধিক গরীব ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা কমিটির সাধারন সম্পাদক রাগেবুল আহসান রিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ বগুড়া জেলা কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি হিরো, পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক শেখ শামিম।
সাবেক ছাত্রনেতা আহসান হাবিব লেমনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক কমিশনার এস.আই আমিনুল হাসান, বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদুজ্জামান বাদল,জিন্না খাঁন, আইভি আক্তার নুপুর, জিয়াউর রহমান মানিক প্রমূখ। বিতরনের পূর্বে আলোচনা সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জনগনের সরকার।
মানুষের কল্যানের জন্য এবং দেশের উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। স্বপ্নের পদ্মা সেতুকে আজ বাস্তবে রুপ দিয়েছেন। তিনি সারা বিশে^র উন্নয়নের মডেল স্বরুপ। উন্নয়নের ধারাকে অব্যহত রাখতে আগামী বগুড়া পৌরসভা নির্বাচনে নৌকা মার্কা প্রার্থীকে জয়যুক্ত করার আহবান জানান।
