চঞ্চল/ কুষ্টিয়াঃ কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচনে ইভিএম পদ্ধতিতে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে । সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টায় পৌরসভার ৯টি ভোটকেন্দ্রে একযোগে এ ভোটগ্রহণ শুরু হয়। এবার প্রথমবারের মতো এই পৌরসভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতিতে ভোট দিয়েছেন ভোটাররা।
সকালে পৌর ভবনসহ বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গিয়েছে। তবে ভোটকেন্দ্র গুলোতে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
তবে এই পদ্ধতিতে ভোট দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সাধারণ ভোটাররা।
তবে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যমে সকাল থেকেই শুরু হয় এই ভোটগ্রহণ প্রক্রিয়া।
খোকসা পৌরসভা নির্বাচনে এবারে মেয়র পদে অংশ নিয়েছেন দুই জন প্রার্থী । এরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তারিকুল ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী রাজু আহমেদ। এ ছাড়া এ পৌরসভায় কাউন্সিলর পদে ৩১ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৯৪০ জন।

https://www.pinterest.com/pin/706854104012654763/
জবাব