
নোবিপ্রবি প্রতিনিধি:বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম শুভ জন্মদিন উপলক্ষ্যে নীল দল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) নানা কর্মসূচি হাতে নেয়। সোমবার বেলা ১১টায় কেক কাটার মাধ্যমে দিনের কর্মসূচি শুভ উদ্ভোধন করেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. ফারুক উদ্দিন। তিনি প্ররধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে উপস্থিত নীল দলের সদস্যবৃন্দদের সাথে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এছাড়া দুপুরে বিভিন্ন ধর্মাবলম্বী শিক্ষকগণ নিজ নিজ ধর্মীয় আচার অনুযায়ী প্রধানমন্ত্রীর মঙ্গল কামনায় প্রর্থনা সভার আয়োজন করেন। পরে জন্মদিন উপলক্ষ্যে “দেশরত্ন শেখ হাসিনার কর্ম ও জীবন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তাঁর ভূমিকা” শীর্ষক একটি ভার্চুয়াল সভা রাত ৯:০০টায় zoom platform ব্যবহার করে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক জয়ী বিশিষ্ট কবি ও সাংবাদিক জাফর ওয়াজেদ, মহাপরিচালক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে অধ্যাপক ড. মো: জাকারিয়া মিয়া, সভাপতি, নীল দল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মো: আব্দুর রহিম, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং কো-কনভেনর, নীল দল, ঢাকা বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, সভাপতি, শিক্ষক সমিতি-২০২০, নোবিপ্রবি ও কার্যনির্বাহী সদস্য, নীল দল, নোবিপ্রবি এবং জনাব মো: মজনুর রহমান, সাধারন সম্পাদক, শিক্ষক সমিতি-২০২০, নোবিপ্রবি ও কার্যনির্বাহী সদস্য, নীল দল, নোবিপ্রবি। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, সভাপতি, নীল দল নোবিপ্রবি। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিপ্লব মল্লিক, সাধারণ সম্পাদক, নীল দল, নোবিপ্রবি। উল্লেখ্য যে, নোবিপ্রবিতে কর্মরত নীল দলের প্রায় শতাধিক শিক্ষক উক্ত অনুষ্ঠানে সংযুক্ত থেকে আলোচনা অনুষ্ঠান উপভোগ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জাফর ওয়াজেদ পঁচাত্তর পরবর্তী ঐতিহাসিক প্রেক্ষাপটের আলোকে জননেত্রীর কর্ম ও জীবন এবং বাংলাদেশকে সোনার বাংলায় পরিনত করার অভিপ্রায়ে দৃঢ়তা, একাগ্রতা এবং দূরদর্শিতা সম্পন্ন একান্ত প্রচেষ্টা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, শেখ হাসিনা তাঁর কর্মের মধ্যে দিয়ে বাংলাদেশের জনগণের আশা-আকাঙ্খার বাতিঘর হিসেব নিজেকে এবং বাংলাদেশ আওয়ামীলীগকে প্রতিষ্ঠিত করেছেন।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো: জাকারিয়া মিয়া, সভাপতি, নীল দল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ আওয়ামীলীগের দুঃসময়ে শেখ হাসিনার দৃঢ় মনোবল ও সাহসিকতার এবং বিরল নেতৃত্বের গুণাবলীর উপর আলোকপাত করেন ও বিশ্বের অধিকারবঞ্চিত মানুষের ত্রাণকর্তা হিসেবে জননেত্রী শেখ হাসিনাকে উপস্থাপন করেন। তিনি আরো আশাবাদ ব্যক্ত করেন আমরা বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার অবদান যেন প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের কো-কনভেনর মো: আব্দুর রহিম, সহযোগী অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় শেখ হাসিনার অসামান্য অবদানের পটভূমিসহ বৈশ্বিক প্রেক্ষাপটে শেখ হাসিনার ভূমিকা বিশ্লেষণ করেন।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর ও সাধারন সম্পাদক মো: মজনুর রহমান প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বাংলাদেশের জনগণের সেবা করার সুযোগ দেওয়ার জন্য মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন। সভাপতির বক্তব্য শেষে অধ্যাপক ড. ফিরোজ আহমেদ সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।