তানজিম, স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার ২ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি গতকাল থেকে শুরু হয়েছে চট্টগ্রাম জহুর আহমেদ স্টেডিয়ামে। ম্যাচে টসে জিতে ব্যাটিং সিদ্ধান্ত নেন টাইগার কেপ্টেন মুমিনুল হক সৌরভ। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২৪২ রান।
১ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এই ম্যাচে দিয়ে ক্রিকেটের রাজকীয় ফরম্যাট টেষ্টে প্রত্যাবর্তন করেন সাকিব আল হাসান। প্রথম দিন শেষে সাকিব ৩৯ ও লিটন ৩৪ রান করে অপরাজিত ছিলেন।
দ্বিতীয় দিনের শুরুতে অ্যারিকেনের বলে ৩৮ রান করে আউট হয়ে ফিরলেও দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরে অর্ধশতক তুলে নিয়েছেন সাকিব আল হাসান। সাকিবের ফিফটির সাথে যোগ্য সঙ্গ মেহেদী হাসান মিরাজ। এ দু'জনের ব্যাটে বড় সংগ্রহের দিকে এগুচ্ছে বাংলাদেশ৷
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই ফিফটি সাকিবের টেস্ট ক্যারিয়ারে ২৫ তম, দেশের মাটিতে ১৭ তম, দলটির বিপক্ষে ৮ম, ছয় নম্বর ব্যাটিং পজিশনে ৮ম, ম্যাচের প্রথম ইনিংসে ৭ম, জহুর আহমেদে ৬ষ্ঠ এবং এবছরের প্রথম অর্ধশতক।
এই প্রতিবেদন লিখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩০১ রান, সাকিব আল হাসান ১৩৬ বল খেলে ৫ চারে ৬১ রানে অপরাজিত আছেন।