বেপারীপাড়া কবরস্থান ও এলাকাবাসীর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

হাসান সাদী,নাগরপুর প্রতিনিধি:নাগরপুরের প্রাণকেন্দ্রে অবস্হিত  ঐতিহ্যবাহী বাবনাপাড়া(বেপারীপাড়া) কবরস্থান ও এলাকাবাসীর উদ্যোগে অত্র এলাকার জামে মসজিদের সম্মানিত সাধারন সম্পাদক মো.জাকির হোসেন এর সভাপতিত্বে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার,২৮ ফেব্রুয়ারি ২০২১ খ্রি.বাদ আছর হইতে অত্র এলাকার কবরস্থান মাঠে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়।প্রধান মেহমান হিসাবে তাফসির পেশ করেন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও জাতীয় পুরস্কার প্রাপ্ত ইসলামিক সংগিত শিল্পী হযরত মাওলানা এফ.এম.জাহাংগীর আলম (মাগুরা)।

বিশেষ মেহমান হিসাবে তাফসির পেশ করেন-বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও মোফাচ্ছিরে কুরআন হাফেজ  মাওলানা মো.আসলাম উদ্দীন জিহাদী(কুষ্টিয়া)।বাবনাপাড়া এম সি সি দাখিল মাদ্রাসার সহকারি সুপার হযরত মাও.এস.এম মঈন উদ্দীন(মঈনুল)   ।

 জিকির পরিচালনা করেন-শরিষাজানী আলীম মাদ্রাসার সহকারি শিক্ষক হযরত মাও.মো.শামসুল হক জিহাদী।তাফসিরুল কুরআন মাহফিল পরিচালনা করেন-মাও.মুফতী শহীদুল ইসলাম সিরাজী।
হাফেজ মো.অজিম উদ্দীন।

 তাফসিরুল কুরআন মাহফিলে উপস্হিতি ছিলেন স্হানীয় ওলামা কেরামগণ সহ নাগরপুরের সর্বস্বরের ইসলাম প্রিয় তৌহিদী মুসলমানবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ