শৈলকুপায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যারাথন ২০২১ উদযাপন

সম্রাট হোসেন, ঝিনাইদহ প্রতিনিধিঃবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যারাথন ২০২১ উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপা উপজোলার  ১৫ নং ফুলহরি ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান জামিনুর রহমান বিপুলের নেতৃত্বে  ৭ কি.মি হাটা সম্পূর্ণ করা হলো। সকাল ৭ টার সময় ইউনিয়ন পরিষদ কার্যলয় থেকে হাটা শুরু করে, ফুলহরি পুরাতন বাজার, নতুন বাজার, বেড়বাড়ি দেবিনগর  হয়ে ৭ কি. মি হাটা সম্পূর্ণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলে, ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক মেম্বার বৃন্দ সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ। সবাই সাদা টি শার্ট, হাতে স্মার্ট ফোনে BSMDM 2021 apps অন করে এই মারাথনে অংশ গ্রহন করেন।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ