সম্রাট হোসেন, ঝিনাইদহ প্রতিনিধিঃবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ম্যারাথন ২০২১ উপলক্ষে ঝিনাইদহের শৈলকুপা উপজোলার ১৫ নং ফুলহরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিনুর রহমান বিপুলের নেতৃত্বে ৭ কি.মি হাটা সম্পূর্ণ করা হলো। সকাল ৭ টার সময় ইউনিয়ন পরিষদ কার্যলয় থেকে হাটা শুরু করে, ফুলহরি পুরাতন বাজার, নতুন বাজার, বেড়বাড়ি দেবিনগর হয়ে ৭ কি. মি হাটা সম্পূর্ণ করেন। এ সময় আরো উপস্থিত ছিলে, ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক মেম্বার বৃন্দ সহ ইউনিয়ন আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মী ও সর্বস্তরের সাধারণ মানুষ। সবাই সাদা টি শার্ট, হাতে স্মার্ট ফোনে BSMDM 2021 apps অন করে এই মারাথনে অংশ গ্রহন করেন।