আব্দুল আহাদ ,নন্দীগ্রাম( বগুড়া) প্রতিনিধি:বগুড়ার নন্দীগ্রাম পৌরসভার নব-নির্বাচিত মেয়র আনিছুর রহমান'র সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলের তোড়া দিয়ে নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে ।
বৃহস্পতিবার( ৪ই মার্চ)দুপুরে পৌর মেয়রের কার্যালয়ে গিয়ে নব-নির্বাচিত পৌর মেয়র আনিছুর রহমান'র সাথে সৌজন্য সাক্ষাত, মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জানান নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিরিশ চন্দ্র বাবু । এসময় উপস্থিত ছিলেন,নন্দীগ্রাম সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নুরুল ইসলাম,সহকারী শিক্ষক মোঃ মাসুদ রানা, সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, সহকারী শিক্ষক আলাউদ্দিন, ভিপি মেহেদী হাসান সৌরভ প্রমুখ।