মাসুদ রানা সিরাজগঞ্জ জেলাপ্রতিনিধিঃ
সিরাজগঞ্জে প্রতিবন্ধী হামিদা খাতুন(১৩) নামে এক কিশোরী আত্বহত্যা করেছে। প্রতিবন্ধী হামিদা খাতুন সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের চর খোকশাবাড়ী গ্রামের ইট ভাটা শ্রমিক হামিদুল ইসলামের একমাত্র কন্যা।স্থানীয়রা জানান, রবিবার বিকেল সাড়ে তিনটার সময় তার নিজ ঘরে পড়নের ওড়না দিয়ে আত্বহত্যা করেছে কিশোরী।কিশোরীর দাদী হালিমা জানান, আমার ছেলে ও ছেলের বউ দুজনে টাকার একটি ইট ভাটায় শ্রমিকের কাজ করতে যান। আমার প্রতিবন্ধী নাতীনকে নিজে লালন পালন করে আসছি। হঠাৎ করে কেন আত্বহত্যা করেছে তা আমার জানা নাই।এ বিষয়ে খোকশাবাড়ী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহ আলম জানান, মেয়েটি প্রতিবন্ধী ছিল। তাকে প্রতিবন্ধী কার্ড করে দেয়া হয়েছে। তবে মেয়েটি শুধু প্রতিবন্ধীই ছিল না পাশাপাশি জটিল রোগে ভুগছিল।এ রিপোর্ট লেখা পর্যন্ত সদর থানাকে অবগত করা হয়নি।