ময়মনসিংহে নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ এনামুল হক

স্টাফ রিপোর্টারঃ (০৮ই মার্চ-২০২১) ময়মনসিংহের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রশাসন ক্যাডারের চৌকস কর্মকর্তা মোহাম্মদ এনামুল হক । ময়মনসিংহের নতুন এই জেলা প্রশাসক (২০০৩ সালের ৩১শে মে) ২১তম বিসিএস ক্যাডারের সরকারি কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দান করেন । তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামের মোহাম্মদ আব্দুস সামাদের পুত্র মাতা মোছাঃ ফিরোজা বেগম । ময়মনসিংহের জেলা প্রশাসক হিসেবে যোগদানের পূর্বে তিনি জামালপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্বরত ছিলেন ।

ময়মনসিংহ জেলায় নতুন জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ এনামুল হক মহোদয় দায়িত্ব গ্রহণ করে যোগদান করায়, মাননীয় গৃহায়ন গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ এমপি মহোদয়ের পক্ষ থেকে, তার প্রতি অফুরন্ত শুভ কামনা এবং হাজারো লাল গোলাপের শুভেচ্ছা জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী নবীন লীগ, ময়মনসিংহ জেলা শাখার ভাইস-প্রেসিডেন্ট "মানবিক বাংলাদেশ সোসাইটি" তারাকান্দা উপজেলা শাখার আহব্বায়ক ও জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন তারাকান্দা শাখার সাধারণ সম্পাদক আর.জে মিজানুর রহমান ইমন ।

সংবাদটি শেয়ার করুন
পূর্ববর্তী সংবাদ
পরবর্তী সংবাদ